সিলেটে জামায়াতের সমাবেশ- প্রহসনের বিচার বন্ধ করে নেতাদের মুক্তি দাবি

জামায়াতে ইসলামীর সিলেট মহানগর শাখার উদ্যোগে গত শনিবার রাতে নগর জামায়াত কার্যালয়ে এক জরুরি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জামায়াতের সিলেট মহানগরী নায়েবে আমির ডা: সায়েফ আহমদ। মহানগর সেক্রেটারি সিরাজুল ইসলাম শাহীনের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন সিলেট মহানগর নায়েবে আমির ও ১৮ দলীয় জোটের সদস্যসচিব হাফিজ আব্দুল হাই হারুন, সহকারী সেক্রেটারি ফখরুল ইসলাম ও মাওলানা সোহেল আহমদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সরকারের ফ্যাসিবাদী আচরণে জাতি ুব্ধ। বিরোধী দলকে নিশ্চিহ্ন করার হীনমানসে পরিকল্পিতভাবে বামদের মাঠে নামানো হয়েছে। ট্রাইব্যুনালের ওপর প্রভাব খাটিয়ে জামায়াতের নির্দোষ নেতাদের বিরুদ্ধে অমানবিক রায় প্রদানের হীনচক্রান্ত চলছে। বিগত রায়ের মতো আগামীতেও বিচারের নামে প্রহসনের কোনো রায় দিলে জাতি তা প্রত্যাখ্যান করবে। তারা বলেন, সরকার সব দিকে ব্যর্থ হয়ে জাতির দৃষ্টি অন্য দিকে  ফেরানোর জন্য ইস্যুবিহীন এজেন্ডা দিয়ে মাঠে নামিয়েছে বামদের। এটা সরকারের জন্য বুমেরাং হবে। সভায় প্রহসনের বিচার বন্ধ করে জামায়াত নেতাদের মুক্তির দাবি জানানো হয়।

No comments

Powered by Blogger.