র্যাম্পে মডেল আশা
ছোটবেলা থেকে সঙ্গীতশিল্পী হওয়ার স্বপ্ন ছিল লুৎফুন্নাহার আশার। স্বপ্ন বাস্তবায়নে বিভিন্ন ওস্তাদের কাছে তালিমও নিয়েছিলেন তিনি।
তবে
হঠাৎ করেই স্বপ্নটা অন্য দিকে হাঁটা শুরু করেছে। এখন তার লক্ষ্য ভালো
অভিনেত্রী হওয়া। এ প্রসঙ্গে আশা বলেন, সঙ্গীতশিল্পী হওয়ার স্বপ্ন দেখতাম
ছোটবেলা থেকে। ২০১২ সালে টপ মডেল প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হওয়ার পর
নিজেকে সঙ্গীতশিল্পীর পরিবর্তে অভিনেত্রী বানানোর মনস্থির করিছি। এখন সে
লক্ষ্যেই এগোচ্ছি। এর মধ্যে কিছু নাটকেরও প্রস্তাব পেয়েছি। শিগগিরই
ওগোলোতে চুক্তিবদ্ধ হবো।’
এ দিকে ভিজ্যুয়াল মিডিয়ায় মডেল হিসেবে এরই মধ্যে অভিষেক হয়েছে আশার। মাসুদ জাকারিয়া সাবিনের নির্দেশনায় প্রাণ চানাচুর ও আপন আহসানের নির্দেশনায় ডাবর আমলা হেয়ার অয়েল এ দু’টি বিজ্ঞাপনের শুটিং শেষ করেছেন গত মাসে। চলতি মাসে বিজ্ঞাপন দু’টি অন ইয়ারে আসার কথা রয়েছে। প্রথম বিজ্ঞাপনে কাজ করা প্রসঙ্গে আশা বলেন, দু’টি বিজ্ঞাপনেই আমি অনেক ভালোভাবে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করেছি। দুুজন নির্মাতাই আমাকে বেশ সহযোগিতা করেছেন; যে কারণে মনের মতো করেই কাজ করতে পেরেছি। আমি বিশ্বাস করি বিজ্ঞাপন দু’টি প্রচারে এলে দর্শকের অনেক ভালো লাগবে।’ কাজ করছেন তিনি র্যাম্পেও গতকাল সিঙ্গেচার বিডি আয়োজিত একটি ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন। এ প্রসঙ্গে আশা বলেন, ‘র্যাম্পে হাঁটতেও আমার ভালো লাগে। তাই ভালো প্রস্তাব র্যাম্পের কাজটি ধারবাহিক ভাবে করে যাব।’
এ দিকে ভিজ্যুয়াল মিডিয়ায় মডেল হিসেবে এরই মধ্যে অভিষেক হয়েছে আশার। মাসুদ জাকারিয়া সাবিনের নির্দেশনায় প্রাণ চানাচুর ও আপন আহসানের নির্দেশনায় ডাবর আমলা হেয়ার অয়েল এ দু’টি বিজ্ঞাপনের শুটিং শেষ করেছেন গত মাসে। চলতি মাসে বিজ্ঞাপন দু’টি অন ইয়ারে আসার কথা রয়েছে। প্রথম বিজ্ঞাপনে কাজ করা প্রসঙ্গে আশা বলেন, দু’টি বিজ্ঞাপনেই আমি অনেক ভালোভাবে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করেছি। দুুজন নির্মাতাই আমাকে বেশ সহযোগিতা করেছেন; যে কারণে মনের মতো করেই কাজ করতে পেরেছি। আমি বিশ্বাস করি বিজ্ঞাপন দু’টি প্রচারে এলে দর্শকের অনেক ভালো লাগবে।’ কাজ করছেন তিনি র্যাম্পেও গতকাল সিঙ্গেচার বিডি আয়োজিত একটি ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন। এ প্রসঙ্গে আশা বলেন, ‘র্যাম্পে হাঁটতেও আমার ভালো লাগে। তাই ভালো প্রস্তাব র্যাম্পের কাজটি ধারবাহিক ভাবে করে যাব।’
No comments