ঈশানার মনের জানালা!
মনের জানালা থাকে, দরজাও থাকে। সেই দরজা
জানালা মানুষের ব্যক্তিগত। এবার ‘মনের জানালা’ নিয়ে টিভি পর্দায় হাজির হতে
যাচ্ছেন অভিনেত্রী ও মডেল ঈশানা।
‘মনের জানালা’ ঈশানার নতুন ধারাবাহিক নাটক। এ নাটকে ঈশানার মনের খবর জানা যাবে তার অভিনীত চরিত্রের মাধ্যমে।
তিনি এ নাটকে অভিনয় করছেন এক কিশোরীর ভূমিকায়। যে কিনা গ্রাম থেকে ঢাকায় আসে। এখানে এসে শুরু হয় তার নতুন এক জীবন।
নাটকটি রচনা ও পরিচালনা করছেন ইরানী বিশ্বাস। এরই মধ্যে ঢাকার বিভিন্ন জায়গায় নাটকটির ২৬ পর্বের শুটিং হয়েছে।
মায়ের আঁচল মিডিয়ার প্রযোজনায় নির্মাণাধীন এই ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রের অভিনয় শিল্পীরা হলেন- অপূর্ব, সীমানা, ডেইজি আহমেদ, মানস বন্দোপাধ্যায়, শিরিন বকুল, সনি, তানভীর তনু, শামছি প্রমূখ।
ঈশানা বলেন ‘ভালো একটি কাজ করলাম। এখানে তরুণ তরুণীদের মনের খবর জানা যাবে। আসলে আমাদের মনের জানালায় কি দেখা যায় তাই পরিচালক দেখাতে চাচ্ছেন এ নাটকে।’
নাটকটির গল্প সম্পর্কে ইরানী বিশ্বাস বলেন, ‘নিটোল প্রেমের গল্পের উপর ভিত্তি করে ধারাবাহিকটির কাহিনী এগিয়ে যায়। বর্তমান সময়ের তরুণ -তরুণীদের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন এবং মানসিক দ্বন্দ -সংঘাতকে নাটকে গুরুত্ব দেয়া হয়েছে। এদেশের দর্শকরা যে ধরণের প্রেমের নাটক দেখে অভ্যস্ত এই ধারাবাহিকটি তার চেয়ে একেবারেই আলাদা হবে।’
শিগগিরই নাটকটি যে কোন একটি চ্যানেলে প্রচার হবে।
নাটকটি রচনা ও পরিচালনা করছেন ইরানী বিশ্বাস। এরই মধ্যে ঢাকার বিভিন্ন জায়গায় নাটকটির ২৬ পর্বের শুটিং হয়েছে।
মায়ের আঁচল মিডিয়ার প্রযোজনায় নির্মাণাধীন এই ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রের অভিনয় শিল্পীরা হলেন- অপূর্ব, সীমানা, ডেইজি আহমেদ, মানস বন্দোপাধ্যায়, শিরিন বকুল, সনি, তানভীর তনু, শামছি প্রমূখ।
ঈশানা বলেন ‘ভালো একটি কাজ করলাম। এখানে তরুণ তরুণীদের মনের খবর জানা যাবে। আসলে আমাদের মনের জানালায় কি দেখা যায় তাই পরিচালক দেখাতে চাচ্ছেন এ নাটকে।’
নাটকটির গল্প সম্পর্কে ইরানী বিশ্বাস বলেন, ‘নিটোল প্রেমের গল্পের উপর ভিত্তি করে ধারাবাহিকটির কাহিনী এগিয়ে যায়। বর্তমান সময়ের তরুণ -তরুণীদের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন এবং মানসিক দ্বন্দ -সংঘাতকে নাটকে গুরুত্ব দেয়া হয়েছে। এদেশের দর্শকরা যে ধরণের প্রেমের নাটক দেখে অভ্যস্ত এই ধারাবাহিকটি তার চেয়ে একেবারেই আলাদা হবে।’
শিগগিরই নাটকটি যে কোন একটি চ্যানেলে প্রচার হবে।
No comments