স্বাস্থ্য তথ্য by ডা: বিমল আগরওয়ালা
শিশুর তোতলামিতে স্পিচ থেরাপি
শতকরা পাঁচ ভাগের অধিক শিশুর এ সমস্যা রয়েছে। অভিভাবকদের এ নিয়ে বিষণœতার যেন শেষ নেই।
শতকরা পাঁচ ভাগের অধিক শিশুর এ সমস্যা রয়েছে। অভিভাবকদের এ নিয়ে বিষণœতার যেন শেষ নেই।
বাস্তবে তোতলামির সহজাত একটি গুণাবলি থাকে বলে ডেভেলপমেন্টাল
ডিসফুয়েন্সি অর্থাৎ আক্রান্ত শিশুর জন্ম হতে অনর্গল কথা বলার ক্ষমতার
পরিবর্তন থাকা যা স্কুলে যাওয়ার পূর্ব পর্যন্ত বিলম্বিত হয়। মেয়েদের
তুলনায় ছেলেদের এ সমস্যা চার গুণ অধিক। প্রতি এক শ’ শব্দে পাঁচ কিংবা তার
অধিকবার শব্দ উচ্চারণে বাধাপ্রাপ্ত হলে ওই শিশুকে তোতলা বলা যায়। পিতা
কিংবা মাতা হিসেবে আপনার কর্তব্য কি? হ্যাঁ, শিশুকে কঠোর ভর্ৎসনা বা
সমালোচনা না করা, বরং শিশুকে কথা বলার অভ্যাস করানো সম্ভব। এটি হলো স্পিচ
থেরাপি, যার মাধ্যমে অনেকাংশে তোতলামি নিয়ন্ত্রণ করা সম্ভব।
No comments