নতুন বছরে মিলনমেলা
নতুন বছর ২০১৩ সালকে বরণ করতে ভেনিস বাংলা
স্কুলের নিজস্ব কার্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের এক মিলনমেলার আয়োজন করা
হয়। এতে স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক ছাড়াও কমিউনিটির ব্যক্তিরা উপস্থিত
ছিলেন।
রফিকুল ইসলামের পরিচালনায় এবং চমক রহমানের
উপস্থাপনায় নাচ ও গান পরিবেশন করে ভেনিস বাংলা স্কুলের শিল্পীরা। সৈয়দ
কামরুল সরোয়ারের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন উপদেষ্টামণ্ডলী ও
অভিভাবকেরা। মেলায় বাংলাদেশের বিভিন্ন মজাদার খাবার জিলাপি, রসমালাই,
সেমাই, ফিরনি, পোলাও, খিচুড়ি, বিরিয়ানি, পুডিন, হালিম, চটপটিসহ নানা
প্রকারের পিঠা পরিবেশন করা হয়।
সৈয়দ কামরুল, ভেনিস, ইতালি syed.kamrul@yahoo.com
সৈয়দ কামরুল, ভেনিস, ইতালি syed.kamrul@yahoo.com
No comments