একদিন হবেই- আমার স্বপ্ন

আমার নানি মৃত্যুশয্যায়। কথা বলতে পারেন না। তার পরও আমার মা মুঠোফোনটা নানির কানে ধরিয়ে দিয়ে আমাকে বললেন নানির সঙ্গে কথা বলতে। আমার নানি ৪২ বছর আগে স্বামীকে হারিয়েছেন। আমার নানা শহীদ মুক্তিযোদ্ধা আমির আলী।
১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পিলখানায় পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধরত অবস্থায় শহীদ হন। আমি নানিকে বলতাম, দেখবে, একদিন নানার নামে আমাদের এলাকায় রাস্তার নামকরণ হবে। সবাই বলবে, শহীদ মুক্তিযোদ্ধা আমির আলী সড়ক। কিন্তু নানিকে দেখানো আমার স্বপ্ন পূরণ হয়নি। আমি কিছুই করতে পারিনি, তবে একদিন নিশ্চয় আমার নানার নামে সড়ক হবে।
সাইদুল ইসলাম
প্যারিস, ফ্রান্স
saidulislam_apu@yahoo.com

No comments

Powered by Blogger.