এক দিনের সফরে মালিতে ওলন্দ
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলন্দ এক দিনের সফরে গতকাল শনিবার মালি যান। ফরাসি বাহিনীর সহযোগিতায় যৌথ বাহিনীর অভিযানে বিদ্রোহীদের হটিয়ে মালির উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার পর ওলন্দ এ সফর করেন। ফরাসি সেনাদের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।
ওলন্দের সফরসঙ্গী হিসেবে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী লঁরা ফ্যাবিয়া, প্রতিরক্ষামন্ত্রী জঁ-ইয়েভ লা দ্রায়িনা ও উন্নয়নমন্ত্রী প্যাসকাল ক্যানিন।
ধারণা করা হচ্ছে, পশ্চিম আফ্রিকার সেনাদের হাতে দায়িত্ব অর্পণ করে ফরাসি সেনাদের মালি ছাড়ার ব্যাপারে দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনা করেছেন ওলন্দ।
মালির উদ্দেশে যাত্রার আগে ওলন্দ বলেন, 'আমাদের সেনাদের প্রতি আমাদের সব সমর্থন, উৎসাহ ও গর্বের কথা জানানোর জন্য মালি যাচ্ছি।' মালির জঙ্গিদের দমনে গত ১১ জানুয়ারি সামরিক অভিযান শুরু করে ফ্রান্সের সেনারা। পরে এ অভিযানে আফ্রিকার সেনারা যোগ দিতে শুরু করে। সূত্র : এএফপি।
ধারণা করা হচ্ছে, পশ্চিম আফ্রিকার সেনাদের হাতে দায়িত্ব অর্পণ করে ফরাসি সেনাদের মালি ছাড়ার ব্যাপারে দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনা করেছেন ওলন্দ।
মালির উদ্দেশে যাত্রার আগে ওলন্দ বলেন, 'আমাদের সেনাদের প্রতি আমাদের সব সমর্থন, উৎসাহ ও গর্বের কথা জানানোর জন্য মালি যাচ্ছি।' মালির জঙ্গিদের দমনে গত ১১ জানুয়ারি সামরিক অভিযান শুরু করে ফ্রান্সের সেনারা। পরে এ অভিযানে আফ্রিকার সেনারা যোগ দিতে শুরু করে। সূত্র : এএফপি।
No comments