মরুর বাজারে বাঙালির ব্যবসা
কয়েক দিন আগে ঘুরে এলাম শারজাহ-ফুজিরা পাথরের পাহাড়। সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর থেকে প্রায় ১১০ কিলোমিটার দূরে অবস্থিত ফুজাইরাহ বিভাগ। এই অঞ্চলের প্রবেশমুখেপাথরের পাহাড়। বড় বড় পাহাড়ের বুকে গড়ে উঠেছেছোট-বড় অনেক ব্যবসাপ্রতিষ্ঠান।
কার্পেট, মাটির তৈরি জিনিসপত্র ও ফলের সমারোহ এখানে। শুক্রবার ছাড়াও সপ্তাহের সাত দিনই এখানে বসে জমজমাট বাজার।তবে শুক্রবার বেশি কেনাবেচা হয়। এসব ব্যবসাপ্রতিষ্ঠানের পরিচালনায় নিয়োজিত রয়েছেন অধিকাংশ বাংলাদেশি। ভ্রমণে আসা যেকোনো পর্যটকের মন কাড়বে এখানকার মনোরম দৃশ্য।
কামরুল হাসান, দুবাই, ইউএই news.jony@gmail.com
কামরুল হাসান, দুবাই, ইউএই news.jony@gmail.com
No comments