নারায়ণগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় দুই মামলা
নারায়ণগঞ্জে পুলিশের ওপর ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের হামলার ঘটনায় গতকাল শনিবার রাতে দুটি মামলা করা হয়েছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের আজ রোববার প্রথম আলো ডটকমকে বলেন, সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আতিয়ার রহমান বাদী হয়ে গতকাল রাতে দুটি মামলা করেছেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের আজ রোববার প্রথম আলো ডটকমকে বলেন, সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আতিয়ার রহমান বাদী হয়ে গতকাল রাতে দুটি মামলা করেছেন।
দ্রুত বিচার আইনে একটি এবং পুলিশের ওপর হামলা, পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধাদানের ঘটনায় আরেকটি মামলা করা হয়েছে। দুটি মামলাতেই ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েক শ জনকে আসামি করা হয়েছে। তিনি আরও জানান, গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ জনকে আটক করেছে পুলিশ।
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় গতকাল সকালে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় ছাত্রশিবিরের কর্মীরা। তাঁরা পুলিশ সদস্যদের রাস্তায় ফেলে লাঠি দিয়ে পেটান। এতে একজন সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) পুলিশের ১২ সদস্য আহত হন।
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় গতকাল সকালে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় ছাত্রশিবিরের কর্মীরা। তাঁরা পুলিশ সদস্যদের রাস্তায় ফেলে লাঠি দিয়ে পেটান। এতে একজন সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) পুলিশের ১২ সদস্য আহত হন।
No comments