তুরস্কের মার্কিন দূতাবাসে হামলার নিন্দায় যুক্তরাষ্ট্র ও ন্যাটো
তুরস্কে মার্কিন দূতাবাসের সামনে আত্মঘাতী বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী। এ হামলাকে 'সন্ত্রাসী কর্মকাণ্ড' বলে উল্লেখ করেছে প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন। গত শুক্রবার পৃথক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, পরিষ্কারভাবে এটি একটি সন্ত্রাসী তৎপরতা। তবে কারা এ হামলা চালিয়েছে তা ওয়াশিংটন জানে না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। ন্যাটোর মহাসচিব অ্যান্ডারস ফগ রাসমুসেন এক বিবৃতিতে বলেন, মানুষের জীবন এবং কূটনৈতিক কর্মকর্তারা কতটা উপেক্ষিত তা এ হামলা প্রমাণ করে।
গত শুক্রবারের হামলায় এক নিরাপত্তারক্ষী ও হামলাকারী নিহত হয়। আহত হয় তিনজন। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তাইয়িপ এরদোয়ান দাবি করেন, দেশটির জঙ্গি সংগঠন হিসেবে পরিচিত রেভল্যুশনারি পিপলস লিবারেশন ফ্রন্ট (ডিএইচকেপি-সি) এ হামলা চালিয়েছে। সূত্র : এএফপি।
গত শুক্রবারের হামলায় এক নিরাপত্তারক্ষী ও হামলাকারী নিহত হয়। আহত হয় তিনজন। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তাইয়িপ এরদোয়ান দাবি করেন, দেশটির জঙ্গি সংগঠন হিসেবে পরিচিত রেভল্যুশনারি পিপলস লিবারেশন ফ্রন্ট (ডিএইচকেপি-সি) এ হামলা চালিয়েছে। সূত্র : এএফপি।
No comments