হেলথ টিপ্সঃ চিড়িয়াখানায় গিবন-ওরাংওটাং সখ্য
যুক্তরাষ্ট্রের শিকাগো চিড়িয়াখানার কর্মকর্তারা জানান, সেখানকার একটি
গিবন কৌশলে ওরাংটানদের এলাকায় ঢুকে এ ভিন্ন প্রজাতির একটি প্রাণীর সাথে
সখ্য গড়ে তুলেছে।
বুকফিল্ড
জু-এর কিউরেটর জে পেটারসন বলেন, তিন বছর বয়েসী সাদা মুখবিশিষ্ট পুরুষ
গিবন-থানি সম্প্রতি তার এলাকা থেকে ওরাংওটাংদের বিচরণ এলাকায় যাওয়ার পথ
আবিষ্কার করেছে। সে সেখানে একটি ওরাংওটাংয়ের সাথে ভাব জমিয়ে ফেলেছে। চার
বছর বয়েসী এ মাদি ওরাংওটাংটির নাম কেকাসিহ। শুক্রবার শিকাগো ট্রিবিউন এ
খবর জানিয়েছে। পেটারসন জানান, প্রাণী দু’টি খেলার সাথীতে পরিণত হয়েছে।
আমরা তাদের ওপর ঘনিষ্ঠ নজর রাখছি। এ পর্যন্ত তাদের বন্দুত্ব ইতিবাচক বলে
মনে হওয়ায় আমরা বিষয়টিতে কোনো হস্তক্ষেপ করিনি।
No comments