কিভাবে ময়েশ্চারাইজার মাখবেন by ডা. ওয়ানাইজা

ষ প্রথমে হালকা গরম পানি ও কিনজার দিয়ে হাত মুখ ধুয়ে নিন।

ষ নরম তোয়ালে দিয়ে মুখ আলতো করে মুছে নিন।
ষ একটু একটু করে ফোঁটা ফোঁটা ময়েশ্চারাইজার সারা মুখে লাগান। তারপর হাত দিয়ে ধীরে ধীরে সারা মুখ ও গলায় মেখে নিন। বেশ খানিকটা সময় নিয়ে মাখুন।
ষ ত্বক খুব বেশি ঘষবেন না।

ষ যদি আপনার ত্বক তৈলাক্ত হয় তবে দিনে একবার ময়েশ্চারাইজার ব্যবহার করুন। শুষ্ক ত্বকে একাধিকবার ব্যবহার করতে পারেন।
ষ আপনার গলার অংশকে অবহেলা করবেন না। অবশ্যই মুখের সাথে গলায়ও ময়েশ্চারাইজার লাগাবেন।

ষ গলার ত্বক খুব সংবেদনশীল ও বলিরেখাপ্রবণ। তাই এর ব্যাপারে যতœশীল হবেন।

ষ ভালো ফল পাওয়ার জন্য ময়েশ্চারাইজার সবসময় মুখ ধোয়ার পর হালকা ভেজা মুখে লাগাবেন।

লেখিকা : সহযোগী অধ্যাপিকা, ফার্মাকোলজি অ্যান্ড থেরাপিউটিক্স, ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ।

ফোন ঃ ০১৬৮২২০১৪২৭

No comments

Powered by Blogger.