রাঙামাটির পাহাড়ে by শ্যামল চাকমা
ননাবী চাকমা, সুখী চাকমা ও তজিম চাকমা রাঙামাটির সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত হয়ে ওঠা তিন মুখ। সবাই নাচ, গান আর অভিনয়ের সঙ্গে জড়িত। প্রথম আলো রাঙামাটি বন্ধুসভার সক্রিয় সদস্য এই তিন বন্ধু যেন পাহাড়ের রঙিন প্রজাপতি।
পড়াশোনায়ও খুব সিরিয়াস। কারণ, তিন বন্ধুর রয়েছে জীবন গড়ে তোলার সুনির্দিষ্ট ভাবনা। তজিম আর ননাবী রাঙামাটি সরকারি কলেজের প্রথম বর্ষে এবং সুখী রাঙামাটি সরকারি মহিলা কলেজে দ্বিতীয় বর্ষে পড়ছে। তজিম আর ননাবীর বন্ধুত্ব বেশ পুরোনো। নিম্নমাধ্যমিক শ্রেণীতে পড়ার সময় থেকে। আর সুখীর সঙ্গে দুজনেরই পরিচয় পাঁচ বছর আগে সাংস্কৃতিক অঙ্গনে।
প্রথম আলো বন্ধুসভার নানা সামাজিক কার্যক্রম, ছাত্রছাত্রীদের নিয়ে নানা অনুষ্ঠান তজিম, ননাবী আর সুখীর খুবই পছন্দ। নিজেদেরও ইচ্ছা ভবিষ্যতে মানুষের জন্য ভালো কিছু করার। তা অবশ্যই বন্ধুসভাকে সঙ্গে নিয়ে।
রাঙামাটি বন্ধুসভা
প্রথম আলো বন্ধুসভার নানা সামাজিক কার্যক্রম, ছাত্রছাত্রীদের নিয়ে নানা অনুষ্ঠান তজিম, ননাবী আর সুখীর খুবই পছন্দ। নিজেদেরও ইচ্ছা ভবিষ্যতে মানুষের জন্য ভালো কিছু করার। তা অবশ্যই বন্ধুসভাকে সঙ্গে নিয়ে।
রাঙামাটি বন্ধুসভা
No comments