স্বদেশ- মিস করি বাংলাকে
আমি থাকি কাতারে। প্রতিদিন প্রতিটি
মুহূর্ত মিস করি আমার বাংলাকে, বাংলার ঐতিহ্যকে। সারা দিন কর্মক্লান্তির
মধ্যেও ভুলে থাকতে পারি না পরিবার, বন্ধু, আত্মীয়স্বজন ও দেশের মানুষকে।
তাই কাজের ফাঁকে বারবার অনলাইন প্রথম আলোয় চোখ বুলিয়ে দেশের খবর জানার
চেষ্টা করি।
অফিসে কাজের ফাঁকে যেটুকু সময় পাই, সেটুকু
প্রথম আলোতে দিই। প্রথম আলোর সর্বশেষ সংবাদে সুযোগ পেলে কমেন্টসও করে থাকি।
দেশের এবং প্রথম আলোর অগ্রযাত্রা অব্যাহত থাকুক, সুদূর প্রবাস থেকে সেই
কামনা করি।
মোহাম্মেদ আমজাদ হোসাইন দোহা, কাতার
amzad.10@hotmail.com
মোহাম্মেদ আমজাদ হোসাইন দোহা, কাতার
amzad.10@hotmail.com
No comments