মুন্সীগঞ্জের ডাকাতের হামলায় এসআই নিহত
মুন্সীগঞ্জের গজারিয়ায় ‘ডাকাতের হামলায়’
গোয়েন্দা পুলিশের এক এসআই নিহত হয়েছেন। শরীফুল ইসলাম খান নামে নিহত এসআই
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পশ্চিম শাখায় কর্মরত ছিলেন।
মহানগর
গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, এ ঘটনায় শিপন
নামে এক ‘ডাকাত সদস্যকে’ গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। গাজীপুরের
অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার জানান,আজ ভোররাতে একদল ডাকাত
বিদ্যুতের ট্রান্সফর্মার চুরি করে ট্রাকে তুলে পালানোর সময় গোয়েন্দা
পুলিশের একটি দল তাদের ধাওয়া করে। গজারিয়া উপজেলার হোসেন দ্বীপে পৌঁছানোর
পর ডাকাতরা পুলিশের ওপর হামলা করে বসে। আত্মরক্ষার জন্য পুলিশও পাল্টা গুলি
চালায়।এ সময় ডাকাতদের হামলায় একজন পুলিশ সদস্য গুরুতর আহত হন। অন্যদিকে
ডাকাত দলের এক সদস্য গুলিবিদ্ধ হয়। বাকিরা পালিয়ে যায়। তাদের দুজনকে ঢাকা
মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা এসআই শরীফুলকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানান, শরীফের শরীরে গুলি
লাগেনি। তবে মাথায় আঘাতের চিহ্ন আছে।
No comments