ঝটিকা সফরে দিল্লি যাচ্ছেন দীপু মনি
ঝটিকা সফরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। সফরের সম্ভাব্য তারিখ ৮ই ফেব্রুয়ারি।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী ওআইসি সন্মেলনে যোগ দিতে
মিশরের রাজধানী কায়রো রওয়ানা হয়েছেন আজ সকালেই। সেখান থেকে ফেরার পথে তিনি
দিল্লি হয়ে দেশে ফিরবেন। সংক্ষিপ্ত এই সফরে দিল্লি অবস্থানকালে তিনি ভারতের
প্রেসিডেন্ট প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করবেন। মার্চে ভারতের
প্রেসিডেন্টের ঢাকা সফরের কথা রয়েছে। প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎকালে
সফরের বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে। এছাড়াও ভারতের পররাষ্ট্র
মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে আগস্টে
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের নানাদিক নিয়ে আলোচনা
হওয়ার কথা রয়েছে।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, ভারতের প্রেসিডেন্ট প্রণব মূখার্জির ঢাকা সফর নিশ্চিত হলে বছরের শেষের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভারত সফর করবেন।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, ভারতের প্রেসিডেন্ট প্রণব মূখার্জির ঢাকা সফর নিশ্চিত হলে বছরের শেষের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভারত সফর করবেন।
No comments