প্রেমে মজেছেন তাহসিন by আর হোসেন
টিভি নাটকের উঠতি নায়িকাদের কেউ কেউ কখন যে কী করে বসে তার কোনো ঠিক নেই। একজন শিডিউল ফাঁসাল তো অন্যজন কোনো নির্মাতার প্রেমে মজে গেল। আর তাদের এই কর্মকাণ্ড শুধুই আলোচনায় আসার জন্য। এবার তেমনি পথে হাঁটলেন উঠতি টিভি নায়িকা তাহসিন।
তিনি প্রেমে মজেছেন আরেক উঠতি নির্মাতা ওয়াহিদ আনামের। এরই মধ্যে তাহসিন এই নির্মাতার একটি টেলিফিল্মেও কাজ করেছেন। এর শুটিংয়েও তারা কাজের বাইরে বেশ মধুর কিছু সময় কাটিয়েছেন বলে জানা গেছে।
তাহসিনের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তাহসিন এখন প্রেমকে পুঁজি করে নিজেকে আলোচনায় আনতে চাইছেন। কারণ, তিনি নাকি পর্যবেক্ষণ করে দেখেছেন যে, কাজ করে যতটা না পরিচিতি তৈরি হয়, তার চেয়ে বেশি পরিচিতি আসে কোনো নির্মাতা বা অভিনেতার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালে। কারণ নাটকের নিউজের চেয়ে পাঠক নাকি তারকার ব্যক্তিগত খবর জানতেই বেশি আগ্রহী। এ কারণে তিনি এবার প্রেমে মজলেন।
No comments