ভ্থমিকম্পে মুক্তি- হাইতির ৪ হাজার বন্দী
জেনেভা, ১৫ জানুয়ারি, এএফপি হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে ভয়াবহ ভূমিকম্পে প্রধান কারাগারটি ভেঙ্গে পড়ায় ৪ হাজার বন্দী বের হয়ে এসেছে। এই ভূমিকম্পই তাদের মুক্তি দিল। মঙ্গলবার রাতের ৭ মাত্রার ওই ভূমিকম্পে কারাগারটি বিধ্বসত্ম হয় ।
ভূমিকম্পে কারাগারের কিছু বন্দীও মারা গেছে। রেডক্রস শুক্রবার সাংবাদিকদের এ খবর জানায়। রেডক্রসের মুখপাত্র মার্কাল ইজার্ড কারাগারে গিয়ে দেখেন সেখানে কেউ নেই। এই মার্কাল ইজার্ড নিয়মিত ওই কারাগারে তাদের খোঁজখবর নিতেন। ভূমিকম্পে লৰাধিক লোক নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আনুমানিক ২০ লাখ শিশু মারাত্মক ঝুঁকিতে রয়েছে। ভূমিকম্পের অভিজ্ঞতা তাদের ওপর প্রচ- মানসিক চাপ সৃষ্টি করেছে। শিশুরা পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এখন প্রায় নিঃসঙ্গ জীবন কাটাচ্ছে। বহু শিশু এতিম হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই শিশুদের অধিকাংশকেই সারা জীবন এই দুঃসহ স্মৃতি বয়ে বেড়াতে হবে।
ভূমিকম্পে কারাগারের কিছু বন্দীও মারা গেছে। রেডক্রস শুক্রবার সাংবাদিকদের এ খবর জানায়। রেডক্রসের মুখপাত্র মার্কাল ইজার্ড কারাগারে গিয়ে দেখেন সেখানে কেউ নেই। এই মার্কাল ইজার্ড নিয়মিত ওই কারাগারে তাদের খোঁজখবর নিতেন। ভূমিকম্পে লৰাধিক লোক নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আনুমানিক ২০ লাখ শিশু মারাত্মক ঝুঁকিতে রয়েছে। ভূমিকম্পের অভিজ্ঞতা তাদের ওপর প্রচ- মানসিক চাপ সৃষ্টি করেছে। শিশুরা পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এখন প্রায় নিঃসঙ্গ জীবন কাটাচ্ছে। বহু শিশু এতিম হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই শিশুদের অধিকাংশকেই সারা জীবন এই দুঃসহ স্মৃতি বয়ে বেড়াতে হবে।
No comments