খেয়ার ক্রাফট-এর নতুন বছর বরণ
আজিজ সুপার মার্কেটের অন্যতম সেরা ফ্যাশন হাউস খেয়া ক্রাফট নিয়ে এসেছে বেশকিছু নতুন পোশাক। এসব পোশাকে ফুটে উঠেছে নতুন বছরের সব থিম। আর যেহেতু নতুন বছর এসেছে শীতের মধ্যে, তাই পোশাকগুলোর ৰেত্রে প্রাধান্য দেয়া হয়েছে গরম কাপড়ের।
উলেস্নখযোগ্য পোশাকগুলোর মধ্যে রয়েছে টি-শার্ট, ফুলহাতা টি-শার্ট, ফতুয়া, পাঞ্জাবি, শর্ট পাঞ্জাবি, মেয়েদের জন্য টপস, ফতুয়া ও ওড়না। এছাড়া শিশু থেকে শুরম্ন করে সববয়সী মানুষের জন্য রয়েছে শীতের পোশাকের বিপুল সমারোহ। খেয়া ক্রাফটে সবধরনের পোশাক পাইকারি এবং খুচরা বিক্রি করা হয়। আর দামও হাতের নাগালে। পোশাকগুলোর ডিজাইন করেছেন খেয়া ক্রাফটের নিজস্ব ডিজাইনাররা। খেয়া ক্রাফটের ঠিকানা_ ৭৭ ও ১২৪, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা-১০০০। ফোন ০১৭৩১৫১৫৫৫২।
No comments