সানি হত্যা মামলা রিমান্ড শেষে চার ছাত্রলীগ কমর্ী জেলে
রাজশাহী রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রমৈত্রী নেতা সানি হত্যার ঘটনায় গ্রেফতারকৃত চার ছাত্রলীগ কর্মীকে পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে।
মামলার তদনত্ম কর্মকর্তা বোয়ালিয়া মডেল থানার এসআই ইমাউল হক জানান, শুক্রবার দুপুরে আসামী নবীন, শরিফুল ইসলাম, মানিক ও নাহিদকে মহানগর হাকিম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গত রবিবার রাজশাহীর সিএমএম আদালত তাদের পাঁচ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। তদনত্ম কর্মকর্তা আরও জানান, রিমান্ডে আসামিরা সানি হত্যাকান্ডসহ রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের বিভিন্ন বিষয়ে গুরম্নত্বপূর্ণ তথ্য দিয়েছে। কিন্তু মামলার স্বার্থে সেগুলো জানানো সম্ভব নয়। উলেস্নখ্য, গত ৭ জানুয়ারি ছাত্রলীগের হামলায় রাজশাহী পলিটেকনিক শাখা ছাত্রমৈত্রীর সহ-সভাপতি রেজওয়ানুল ইসলাম চৌধুরী ওরফে সানি নিহত হয়। সানির বাবা সেই রাতেই বোয়ালিয়া মডেল থানায় ১০ জনের নামোলেস্নখ করে লিখিত এজাহার দাখিল করলে সেটি হত্যা মামলা হিসেবে রেকর্ড হয়। ঘটনার দিন ক্যাম্পাসের ছাত্রাবাস তলস্নাশি করে পুলিশ চার ছাত্রলীগ কর্মীকে আটক করে। পরে তাদের হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।
No comments