শেখ হাসিনাকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অভিনন্দন- ইন্দিরা গান্ধী পুরস্কার
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্দিরা গান্ধী পুরস্কার পাওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে শুক্রবার সমাবেশ ও বর্ণাঢ্য রেলি বের করে।
সংগঠনের সহসভাপতি চিত্রনায়ক ফারম্নক, সাধারণ সম্পাদক নাট্যশিল্পী তারানা হালিম এমপি, সংগঠনের মুখপাত্র অরম্নণ সরকার রানা এবং চিত্রনায়িকা দিলারা ইয়াসমিনের নেতৃত্বে সাংস্কৃতিক কমর্ীরা রমনা পার্কের মৎস্যভবন সংলগ্ন গেটে সমাবেশ করে ও একটি বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি নগরীর গুরম্নত্বপূর্ণ কয়েকটি পথ প্রদৰিণ করে জাতীয় প্রেসকাবে এসে শেষ হয়। সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক নাট্যশিল্পী, আইনজীবী তারানা হালিম এমপি বলেন, খালেদা জিয়া বলেছিলেন যে, সফলতার সঙ্গে ফিরলে শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে বরণ করে নেবেন। কিন্তু তিনি তাঁর ওয়াদা পালন করেননি। খালেদা জিয়াকে মিথ্যাবাদী আখ্যায়িত করে তিনি বলেন, এখনও সময় আছে জননেত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে আপনার ওয়াদা পালন করম্নন। সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি চিত্রনায়ক ফারম্নক, যুগ্ম সাধারণ সম্পাদক অরম্নণ সরকার রানা, চিত্রনায়িকা দিলারা ইয়াসমিন, মুক্তা হাসান, সাদিয়া শারমিন টুকু, নাজমুল হাসান পলাশ, এমএ করিম, জয়দেব রায়, আনোয়ার হোসেন মজনু, সোনিয়া পারভীন শাপলা, মোঃ আলী মুন্না, শাহাদত হোসেন রম্নবেল, জাহাঙ্গীর আলম, শ্যামলী খান ও ড. আজিজ আহমেদ। _বিজ্ঞপ্তি।
No comments