বুড়িগঙ্গা বাঁচাতে পরিবেশবাদীদের ১১ দফা
কেরানীগঞ্জ সংবাদদাতা পরিবেশবাদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের (বাপা) নেতৃবৃন্দ বুড়িগঙ্গাকে বাঁচাতে বেদখল জমি উদ্ধার ও সংরৰণসহ ১১ দফা দাবিনামা পেশ করেছেন।
বুড়িগঙ্গা থেকে তুলে আনা বর্জ্য ও পলিথিন কেরানীগঞ্জের ডাম্পিং এলাকা পরিদর্শন শেষে শনিবার পরিবেশ নেতৃবৃন্দ এই ১১ দফা দাবি জানান।দাবিগুলোর মধ্যে রয়েছে : বুড়িগঙ্গা নদীর তলদেশ দ্রম্নত পরিষ্কার করা এবং নদী পাড়ে গাছ লাগিয়ে পথচারীদের বসার স্থান করা। এ ছাড়া বর্জ্য ফেলার জন্য 'বিন' স্থাপন করা এবং নদীর পারে দোকান অথবা বাণিজ্যিক প্রতিষ্ঠা/স্থাপনা নিষিদ্ধ করা। পরিবেশবাদীরা নদীর পানি দূষণমুক্ত করার দাবি জানান। তারা নদী তীরবতর্ী শিল্পকারখানাগুলোর বর্জ্য পরিশোধন পস্নান্ট স্থাপনের জোর দাবি জানান।
প্রসত্মাবিত ১৯টি মধ্যমানের ৰমতার সু্যয়ারেজ ট্রিটমেন্ট পস্নান স্থাপন করাসহ নেতৃবৃন্দ বিভিন্ন দাবি তুলে ধরেন।
বুড়িগঙ্গা নদীর বর্জ্য ব্যবস্থাপনা দেখার সময় অধ্যাপক মোজাফফর আহম্মদ বলেন, নদীর তলদেশ থেকে বর্জ্য ও পলিথিন উত্তোলনে আরও গতিশীলতা প্রয়োজন। ঢাকার চারপাশের নদীগুলো দখল ও দূষণমুক্ত করা ও বন্যাপ্রবণ এলাকাগুলো রৰা করার জন্য উদ্যোগ নেয়ার ওপর তিনি গুরম্নত্বারোপ করেন। পরিদর্শনকালে এএসএম শাহজালাল, ডা. এমএ মতিন, মিহির বিশ্বাস উপস্থিত ছিলেন।
No comments