ঘনিষ্ঠ দৃশ্যে সোনম
বলিউডের নতুন প্রজন্মের অভিনেত্রীদের
মধ্যে ইতিমধ্যে একটি ভাল অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন অনিল কাপুর কন্যা
সোনম কাপুর। বিশেষ করে প্রথম ছবি ‘সাওয়ারিয়া’ দিয়েই তিনি বলিউডের পরিচালকসহ
দর্শকদের মন জয় করতে সক্ষম হন।
সেই ছবিতে বেশ সাধারণ একজন
তরুণীর ভূমিকায় অভিনয় করলেও পরবর্তীতে তাকে বিভিন্ন ছবিতে উপস্থাপন করা
হয়েছে ভিন্নভাবে। এমনকি ‘প্লেয়ার’ ছবিতে বিকিনি পরেও ক্যামেরাবন্দি হয়েছেন
তিনি। চরিত্রের প্রয়োজনে এ ধরনের পোশাক পরতে তার আপত্তি নেই বলেও তিনি
ঘোষণা দিয়েছেন। এদিকে বর্তমানে নতুন একটি ছবির কাজ করছেন সোনম কাপুর। ছবির
নাম ‘রানঝানা’। পরিচালনা করছেন আনন্দ রাই। ছবিতে দক্ষিণ ভারতের সুপারস্টার
ধনুশের বিপরীতে অভিনয় করবেন তিনি। ইতিমধ্যে ‘কোলাভেরি-ডি’ গানটি গেয়ে
সারাবিশ্বে খ্যাতি অর্জন করেছেন ধনুশ। জানা গেছে, খোলামেলা হয়ে অভিনয়ের
পাশাপাশি সোনম বেশ ঘনিষ্ঠ দৃশ্যে ধনুশের সঙ্গে ক্যামেরাবন্দি হবেন এ
ছবিটিতে। গত দুই মাস ধরে এই ছবির কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন সোনম।
ছবিটির শুটিং চলবে আরও প্রায় এক মাস। এ ছবিটি চলতি বছরের জুন মাসেই মুক্তি
পাচ্ছে বলে জানা গেছে। ধনুশের বিপরীতে অভিনয় করে বেশ খুশি সোনম। এ বিষয়ে
তিনি বলেন, ধনুশের ‘কোলাভেরি-ডি’ গানের দারুণ ভক্ত আমি। তার সঙ্গে অভিনয়
করে আমি সত্যিই অনেক আনন্দিত। সে কো-আর্টিস্ট হিসেবেও অসাধারণ। সে কারণেই
ঘনিষ্ঠ বেশ কিছু দৃশ্য বেশ সহজভাবে তার সঙ্গে করেছি। ছবিতে আমার ও ধনুশের
জুটি দর্শকরা ভালভাবে গ্রহণ করবে বলে আশা করি। তাছাড়া ছবিটির কাহিনীও
চমৎকার। এর মাধ্যমে অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করার একটা সুযোগ আমি
পেয়েছি। দর্শকরাই বলতে পারবেন তা কতটুকু কাজে লাগাতে পেরেছি।
No comments