নিউজিল্যান্ডে বিবস্ত্র যুগলের বিয়ে
নিউজিল্যান্ডে নগ্নতাবাদী এক যুগল নিক ও ওয়েন্ডি লোয়ে সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। গত ৫ই জানুয়ারি ওয়েলিংটন নেচারিস্ট ক্লাবে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। সেখানে এ ধরনের বিয়ের ঘটনা এটাই প্রথম।
বিয়ের অনুষ্ঠানে ১২০ জন অতিথি উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিদের প্রায় অর্ধেকেই ছিলেন নগ্ন অবস্থায়। তবে সূর্যের প্রখর তাপ থেকে মুখ বাঁচাতে কেউ কেউ মাথায় হ্যাট পরেছিলেন। নিক জোর দিয়েই বলেন, নগ্নতাবাদী হওয়াটা ছিলো তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। তিনি আরও জানালেন, কয়েকজন অতিথি তাদের আমন্ত্রণ গ্রহণ না করলেও অধিকাংশ অতিথিই সেখানে উপস্থিত ছিলেন। কনে ওয়েন্ডি জানালেন, হাঁস যেভাবে পানিকে বেছে নেয়, ঠিক সেভাবেই তিনি ৬ বছর আগে নগ্নতাবাদকে বেছে নিয়েছিলেন।
No comments