বর্ণিল বেক্সি ফেব্রিকস্ by তৌফিক অপু
অপরূপ সুন্দর আমাদের এই বাংলাদেশ। এই সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে ষড়ঋতুর ছোঁয়ায়। ঋতুভিত্তিক বাংলাদেশ অনেক বেশি বর্ণিল। কতই না রং, কি অন্যবদ্য শিল্পীর ছোঁয়া। যে দেখে সেই ভালবেসে ফেলে এই দেশকে।
ঋতু বৈচিত্র্যের বিভিন্ন রং-এর ফ্যাশন নিয়ে বেক্সি ফেব্রিকস বাজারে এনেছে সৃজনশীল ডিজাইন ও বেস্ট আউটলুক ফেব্রিকস। এরই ধারাবাহিকতায় দেশীয় পণ্য ক্রেতা সাধারণের কাছে আকৃষ্ট করতে বেক্সিফেব্রিক উদ্ভাবন করেছে "বেক্সি কালেকশন লোন থ্রী পিস"। প্রিন্টের ওপর বিভিন্ন ডিজাইনের কাজ সকল শ্রেণীর ক্রেতাকে আকৃষ্ট করেছে। পাজামা, ওড়না ও কামিজের ভিন্নধর্মী নক্সা খুব অল্প সময়েই ক্রেতাদের মন জয় করেছে। যার খুচরো মূল্য সাত শ' টাকা। এছাড়াও বেক্সি ফেব্রিক্সের রয়েছে বেক্সি ভয়েল, পপলিন, প্রিন্ট, আদ্দি, ডিজাইন আদ্দি, কটন জর্জেট, টিসি সিনথেটিক কালার, সিনথেটিক্স প্রিন্ট, সিনথেটিকস্ শাড়ি ইত্যাদি। এর মধ্যে ভয়েল ও কটন জর্জেট বস্নাউজ ও থ্রী পিসের জন্য। পপলিন পেটিকোটের জন্য। আদ্দি এবং ডিজাইন আদ্দি পাঞ্জাবির জন্য। সিনথেটিক কালার কাপড়টি বেনারসি শাড়ি তৈরিতে এবং বেক্সি টিসি বাচ্চাদের স্কুলড্রেস ও শার্ট তৈরিতে বেশি ব্যবহৃত হচ্ছে। প্রায় এক যুগ ধরে বেড়ে ওঠা বেক্সি ফেব্রিকস্ সারাবিশ্বে সমাদৃত। শুধু দেশে নয়, বিদেশেও ঘুরে আসছে বেক্সি ফেব্রিকস্। এক শ'ভাগ সুতি, তাই গরম এবং শীত উভয় ঋতুতেই আরামদায়ক। ষড়ঋতুর সঙ্গে সঙ্গতি রেখে বেক্সি ফেব্রিকস্রে পোশাকগুলো প্রস্তুত করা হয়। এক যুগ ধরে এদেশের পোশাকের চাহিদা পূরণে সচেষ্ট রয়েছে বেক্সি ফেব্রিকস্। এছাড়া গুণগতমানেও তারা আপোসহীন। বেক্সির প্রতিটি কাপড়ের রঙের গ্যারান্টি রয়েছে। সবসময় ব্যবহার উপযোগী প্রস্তুতে বেক্সি ফেব্রিকস্ সচেষ্ট। তাছাড়া দামও হাতের নাগালে। কাজেই সাধ ও সাধ্যের অপূর্ব সমন্বয়েই প্রস্তুত করা বেক্সি ফেব্রিকসের পোশাকগুলো। বাণিজ্যমেলা উপলৰে বেক্সি ফেব্রিকসের ৫৫নং প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে বেক্সিকোর উৎপাদিত শাটিং এবং বাচ্চাদের পোশাক। সব বয়সী এবং ঋতুভিত্তিক পোশাক প্রস্তুতে অগ্রপথিক বেক্সি ফেব্রিকস্ দিন দিন তাদের প্রসার চালিয়ে যাচ্ছে।
No comments