প্রধানমন্ত্রী আজ মৌচাকে জাতীয় স্কাউট জাম্বুরি উদ্বোধন করবেন


নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১৫ জানুয়ারি 'দিন বদলে স্কাউটিং' প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিণ কেন্দ্রে শুরম্ন হয়েছে অষ্টম জাতীয় স্কাউট জাম্বুরি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার আনুষ্ঠানিকভাবে জাম্বুরির উদ্বোধন করবেন। বাংলাদেশ স্কাউটস আয়োজিত এ জাম্বুরি চলবে ২২ জানুয়ারি পর্যনত্ম। স্কাউটদের মহামিলনমেলায় এ বছর (১১-১৬ বছর বয়সী) দেশ-বিদেশের প্রায় ১৫ হাজার স্কাউট ও স্কাউটার অংশ নিচ্ছে। জাম্বুরিতে ৫টি ভিলেজে এবং ১৫টি সাব ক্যাম্পে বিভক্ত হয়ে স্কাউটরা স্কাউট কার্যক্রমে অংশগ্রহণ করছে। এছাড়া গার্ল-ইন-স্কাউটদের রাত যাপনের জন্য নির্ধারিত একটি ক্যাম্প থাকবে। জাম্বুরি প্রোগ্রামে ১৪টি চ্যালেঞ্জ রয়েছে। চ্যালেঞ্জগুলো হচ্ছে বিকাশ, তাঁবু সাজাই, ধীমান, অভিযাত্রা, বিশ্বায়ন, আনন্দে শিখি, বন্ধুর পথ, সমাজ চেতনা, বন্ধু ও পড়শী, স্বপ্ন, কারিগর, কুশলী, আমার ল্য এবং তাঁবু জলসা। এবারের জাম্বুরিতে মিডিয়া সহযোগী হিসেবে থাকছে চ্যানেল আই, রেডিও এবিসি, প্রাণ গ্রম্নপ এবং সহযোগিতায় থাকছে দৈনিক প্রথম আলো। অষ্টম জাতীয় স্কাউট জাম্বুরি বৃহস্পতিবার থেকে শুরম্ন হয়েছে। ইতোপূর্বে বাংলাদেশে ৭টি জাতীয় স্কাউট জাম্বুরি অনুষ্ঠিত হয়েছে। ভারত ও নেপাল থেকে ১৩৬ স্কাউটসহ দেশ-বিদেশের প্রায় ১৫ হাজার স্কাউটার এ জাম্বুরিতে অংশ নিচ্ছেন।

No comments

Powered by Blogger.