জেসিকা সিম্পসন আবার অন্তঃসত্ত্বা
আবার অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন জনপ্রিয়
মার্কিন পপ গায়িকা ও অভিনেত্রী জেসিকা সিম্পসন। অথচ তার প্রথম সন্তানের বয়স
এখনও মাত্র সাত মাস। রোববার নিজের গর্ভাবস্থার ছবি টুইটারে পোস্ট করেছেন
জেসিকা।
নিজের ঘরে তোলা ছবিটিতে ৩২ বছর বয়সী এই তারকাকে মোবাইল ফোন হাতে দেখা যায়।
বেশ
কিছুদিন যাবত জেসিকা অন্তঃসত্ত্বা বলে বিভিন্ন মিডিয়া খবর প্রচার করলেও
তাকে জনসমক্ষে বেশি না দেখা যাওয়ায় এ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছিল না।
কিন্তু এবার টুইটারে নিজের গর্ভাবস্থার ছবি পোস্ট করে জেসিকা নিজেই সবাইকে
এই কথা জানান দিলেন।
টুইটারে পোস্ট করা ছবিটির ক্যাপসনে জেসিকা লেখেন, ‘পেট ফুলে উঠেছে এবং আমি এ নিয়ে গর্বিত’।
উল্লেখ্য, গত সপ্তাহেও জেসিকা তার বয়ফ্রেন্ড এরিক জনসনের সঙ্গে হাওয়াইয়ে থাকাকালীন একটি ছবি পোস্ট করেন। ছবিতে জেসিকার সাত মাস বয়সী মেয়ে ম্যাক্সওয়েল এবং তার বড় বোন অ্যাসলেকেও দেখা দেছে।
টুইটারে পোস্ট করা ছবিটির ক্যাপসনে জেসিকা লেখেন, ‘পেট ফুলে উঠেছে এবং আমি এ নিয়ে গর্বিত’।
উল্লেখ্য, গত সপ্তাহেও জেসিকা তার বয়ফ্রেন্ড এরিক জনসনের সঙ্গে হাওয়াইয়ে থাকাকালীন একটি ছবি পোস্ট করেন। ছবিতে জেসিকার সাত মাস বয়সী মেয়ে ম্যাক্সওয়েল এবং তার বড় বোন অ্যাসলেকেও দেখা দেছে।
No comments