ফ্যাশন শো
ফ্যাশন ডিজাইনারদের শখের অনত্ম নেই। পোশাক ডিজাইন ছাড়াও আরও অনেক বিষয় নিয়ে কাজ করেন তারা। ইংল্যান্ডের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মার্ক জ্যাকব সম্প্রতি তার জনপ্রিয় হ্যান্ডব্যাগ "লুইস ভুইটান" এর নতুন সংস্করণ করে এক ফ্যাশন শো'র আয়োজন করেন,
বিশ্বের নামি-দামী র্যাম্প মডেলদের নিয়ে তিনি এই শোর আয়োজন করেন যা ব্যাপক প্রশংসা অর্জন করে, নতুন বছরের চমক হিসেবে তিনি এই প্রদর্শনী উপহার দেন। আরও চমকপ্রদ তথ্য হচ্ছে মার্ক জ্যাকব তার লুইস ভুইটান এর ব্র্যান্ড এম্বেসেডর হিসেবে পপ সম্রাজ্ঞী ম্যাডোনাকে নির্বাচন করেন। ইতালীয় কোমলতা এবং সি্নগ্ধতার ছোয়া লাগাতে তার এই নির্বাচন নতুন বছরে বার্ডস আই তারম্নণ্যের ফ্যাশন হাউস বার্ডস আই ইংরেজী নতুন বছর ২০১০ সাল উপলৰে নিয়ে এসেছে এক্সকুসিভ কিছু পোশাক। এসব পোশাকে রয়েছে নতুন বছরের বিভিন্ন কাল্পনিক চিত্রকল্প। পোশাকগুলো হচ্ছে টি-শার্ট, ফুলহাতা টি-শার্ট, ফুলক্যাপ টি-শার্ট, শর্ট পাঞ্জাবি, পলো টি-শার্ট, ফতুয়া, অফিসিয়াল শার্ট। মেয়েদের জন্য থ্রি-পিস, টপস, ফতুয়া এবং বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের পোশাক। উলেস্নখ্য, বার্ডস আইয়ের সব ধরনের পোশাক দেশীয় তাঁত কাপড়ের। এছাড়া এই হাউসের সব পোশাক পাইকারি ও খুচরা বিক্রি করা হয় এবং দামও হাতের নাগালে। ঠিকানা_ ২৬ ও ২৮ আজিজ সুপার মাকের্ট (২য়তলা) শাহবাগ, ঢাকা- ১০০০। ফোন- ০১৯১৬৮২২৫৮৫।
No comments