নড়াইলে আজ সুলতান মেলা শুরম্ন
নড়াইল, ১৫ জানুয়ারি নড়াইলে সপ্তাহব্যাপী সুলতান মেলা আজ শুরম্ন হচ্ছে। ভিক্টোরিয়া কলেজসংলগ্ন সুলতান মঞ্চ চত্বরে বিকেল তিনটায় মেলার উদ্বোধন করবেন ধর্ম প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শাহজাহান মিয়া এমপি।
মেলা উদ্যাপন পর্ষদের সদস্য সচিব প্রফেসর মুন্সী হাফিজুর রহমান জানান, মেলা উপল েসব প্রস্তুতি শেষ হয়েছে। ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে এবার সুলতান মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। মেলা আগামী ২২ জানুয়ারি শুক্রবার পর্যনত্ম চলবে আয়োজক সূত্রে জানা গেছে, মেলার উদ্বোধনী দিনে নবীন ও প্রবীণ শিল্পীদের অংশগ্রহণে চিত্রপ্রদর্শনী রয়েছে। এ ছাড়া মেলার দ্বিতীয় দিন লাঠিখেলা ও 'ঐতিহ্য পুনরম্নদ্ধারে শিল্পী এসএম সুলতান' শীর্ষক সেমিনার, তৃতীয় দিন কুসত্মি প্রতিযোগিতা ও 'আদিম কিন্তু মধুর রসে ভরপুর সুলতানের ছবি' সেমিনার, চতুর্থ দিন কাবাডি প্রতিযোগিতা ও 'গ্রামবাংলার নব্য লৌকিক ও বাসত্মববাদী দার্শনিক শিল্পী এসএম সুলতান' সেমিনার, পঞ্চম দিন মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতা ও 'রহস্যময় চিত্রশিল্পী এসএম সুলতান' সেমিনার, ষষ্ঠ দিন ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই ও 'জাতি গঠনে সুলতানের চিত্রকর্ম' শীর্ষক সেমিনার এবং সমাপনী দিনে সুলতান পদক প্রদান ও ভলিবল প্রতিযোগিতা। এ ছাড়া প্রতিদিন স্থানীয় বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। সমাপনী দিনে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান এমপি প্রধান অতিথি থাকবেন। উদ্বোধনী দিন ছাড়া প্রতিদিন বিকেল সাড়ে তিনটায় মেলা শুরম্ন হবে। মেলায় অর্ধশত স্টলে বিভিন্ন পণ্যের পসরা বসেছে। গ্রামীণফোনের সৌজন্যে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
No comments