হিমাদ্রী হত্যা- বিচার দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন
চট্টগ্রামে কুকুর লেলিয়ে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী হিমাদ্রী মজুমদার (১৮) হত্যা মামলার আসামি-দের গ্রেপ্তার ও বিচারকাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন করেছে হিমাদ্রীর স্বজন ও বন্ধুরা। এ সময় হিমাদ্রীর পরিবার আসামিদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
গতকাল সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়। এতে হিমাদ্রীর মা গোপা মজুমদার ও বাবা প্রবীর মজুমদার উপস্থিত ছিলেন। সামাজিক সংগঠন শিকড় এ মানববন্ধনের আয়োজন করে। হিমাদ্রী এ সংগঠনের সদস্য ছিলেন।
হিমাদ্রীর মা, মামা ও মামলার বাদী অসিত দে এবং শিকড়ের সদস্যরা মানববন্ধনে বক্তব্য দেন।
হিমাদ্রী হত্যা মামলার সব আসামি এখনো গ্রেপ্তার না হওয়ায় হিমাদ্রীর মা গোপা মজুমদার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি আমার ছেলে হত্যার বিচার চাই। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আরও অনেকে হিমাদ্রীর মতো পরিণতি ভোগ করবে।’
গত বছরের ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশ আবাসিক এলাকার একটি ভবনে কুকুর লেলিয়ে হিমাদ্রীকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়। গত ২৩ মে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
হিমাদ্রীর মা, মামা ও মামলার বাদী অসিত দে এবং শিকড়ের সদস্যরা মানববন্ধনে বক্তব্য দেন।
হিমাদ্রী হত্যা মামলার সব আসামি এখনো গ্রেপ্তার না হওয়ায় হিমাদ্রীর মা গোপা মজুমদার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি আমার ছেলে হত্যার বিচার চাই। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আরও অনেকে হিমাদ্রীর মতো পরিণতি ভোগ করবে।’
গত বছরের ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশ আবাসিক এলাকার একটি ভবনে কুকুর লেলিয়ে হিমাদ্রীকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়। গত ২৩ মে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
No comments