অনার্স ভর্তি পরীৰা অনুষ্ঠিত, দশ দিনের মধ্যে ফল- জাতীয় বিশ্ববিদ্যালয়
সুষ্ঠু ও শানত্মিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে শুক্রবার দেশব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৯-১০ শিৰাবর্ষে অনার্স (স্নাতক) প্রথম বর্ষ ভর্তি পরীা। সারাদেশের ১২৯টি কেন্দ্রে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যনত্ম অনুষ্ঠিত এ পরীৰায় অংশ নিয়েছে মোট ৩ লাখ ২১ হাজার ৫৪৪ শিৰার্থী। এদিকে এবারই প্রথম মাত্র ১০ দিনের মধ্যে পরীৰার ফল প্রকাশের সিদ্ধানত্ম নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপৰ।
এমনকি সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হবে ভর্তি পরীৰার ফল। এর আগে খাতা মূল্যায়নে কম্পিউটারের ব্যবহার না করায় ফল প্রকাশে সময় লেগে যেত এক মাস। এবার ভর্তি পরীৰায় জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ২১২টি অনার্স কলেজের ৩ লাখ ২১ হাজার ৫৪৪ শিৰার্থী অংশগ্রহণ করে। যাদের মধ্যে মানবিকে ১ লাখ ৪০ হাজার ২১১ জন, বিজ্ঞানে ৪৩ হাজার ৭১১ জন এবং ব্যবসায় শিা শাখায় শিৰার্থীর সংখ্যা ১ লাখ ৩৭ হাজার ৬২২ জন। রাজধানী ঢাকায় ২৯টি কেন্দ্রে পরীার্থীর সংখ্যা ছিল ৬০ হাজার ৮শ' ৭২জন। জানা গেছে, বিবিএ এবং কম্পিউটার সায়েন্স ছাড়া মোট ২৯টি বিষয়ে ভর্তি পরীা অনুষ্ঠিত হয়েছে। কম্পিউটার সায়েন্স ও বিবিএ'র পরীা সংশিস্নষ্ট ইনস্টিটিউট নিজেদের উদ্যোগে গ্রহণ করবে। ইতোমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনত্মর্ভুক্ত বেশ কিছু কলেজ ও ইনস্টিটিউট এই পরীা গ্রহণের কাজও শেষ করেছে। এখানে আসন সংখ্যা ৫ হাজার ৭শ' ৩৫টি। শুক্রবার পরীৰা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী শহীদুলস্ন-াহ এবং উপউপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু সাঈদ খান, অধ্যাপক ড. তোফায়েল আহমদ চৌধুরী এবং ট্রেজারার অধ্য কাজী ফারম্নক আহমেদ রাজধানীর বিভিন্ন পরীা কেন্দ্র পরিদর্শন করেছেন। তাঁরা শানত্মিপূর্ণ পরিবেশে পরীৰা অনুষ্ঠিত হওয়ায় সসত্মোষ প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয়ের সংশিস্নষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ফল প্রকাশে এবার অতীতের মতো দীর্ঘ সময় নেয়া হচ্ছে না। আগামী ২৫ জানুয়ারির মধ্যে ফল প্রকাশের জন্য ইতোমধ্যেই সিদ্ধানত্ম নিয়েছে বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিৰা বিষয়ক স্কুলের ডিন ড. ফকির রফিকুল আলম জানিয়েছেন, আমাদের সিদ্ধানত্ম আগামী ২৫ তারিখ। কিন্তু আগামী এক সপ্তাহের মধ্যেই আমরা ফল প্রকাশের ব্যাপারে কাজ শুরম্ন করছি। সম্ভব হলে এক সপ্তাহের মধ্যেই ফল প্রকাশ করা হবে।
No comments