কিম কারদাশিয়ানকে ২৫০০০০ ডলার প্রস্তাব
আবারও সংবাদ শিরোনাম সেই কিম কারদাশিয়ান।
তিনি অন্তঃসত্ত্বা এ খবর সমপ্রতি ফাঁস করেছেন তার বয়ফ্রেন্ড কেনি ওয়েস্ট।
এখন কিম কারদাশিয়ানকে অন্তঃসত্ত্বা অবস্থায় পোজ দেয়ার জন্য ২ লাখ ৫০ হাজার
ডলার প্রস্তাব করা হয়েছে।
এ অর্থ দেয়া হবে সাইনিং বোনাস
হিসেবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএনআই। মার্কিন চলচ্চিত্র নির্মাতা
ডেভিড ডিঙ্গুয়েরিয়ান অন্তঃসত্ত্বা বিষয়ক একটি ওয়েবসাইট চালু করতে চাইছেন।
এর নাম দেয়া হয়েছে গুচৎবমহধহপু.পড়স। এটি শিগগিরই চালু করার কথা রয়েছে।
ডেভিডের প্রত্যাশা তার এই সাইটে যারা সদস্য হবেন তারাই এটি ব্যবহার করতে
পারবেন। এতে ব্যবহারকারীকে ওই সাইটের সদস্য হতে হবে। তা থেকে ডেভিড প্রতি
মাসে ১ লাখ ডলার আয় করবেন। কিম কারদাসিয়ান এখন তিন মাসের অন্তঃসত্ত্বা।
বাকি প্রায় ৭ মাস তাকে ওই ওয়েবসাইটের পোস্টার গার্ল হওয়ার জন্য ওই অর্থ
প্রস্তাব করা হয়েছে। এর আগেই কেনি ওয়েস্ট চেয়েছিলেন তার প্রেমিকা কিম
কারদাসিয়ান অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় গান করুক- কেনি তা রেকর্ড করতে চান।
র্যাপ সংগীত তারকা কেনি ওয়েস্ট এ মাসের জানুয়ারির শেষ নাগাদ হনলুলু’তে
রেকর্ডিংয়ে ব্যস্ত থাকার কথা। তিনি চান এ সময়ে কিম কারদাসিয়ানের গানও
রেকর্ড করতে।
No comments