হাইতিতে নিহতের সংখ্যা দু'লাখ হতে পারে, ৪০ হাজার গণকবরে
পোর্ট-অ-প্রিন্স, ১৬ জানুয়ারি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ রয়টার্স ভূমিকম্পের তিন দিন পরও নিহতের সুনির্দিষ্ট সংখ্যা জানাতে পারেনি হাইতি। তবে এ সংখ্যা দুই লাখ হতে পারে বলে এক মন্ত্রী জানিয়েছেন।
এদিকে ত্রাণ পেঁৗছলেও বিধ্বসত্ম অবকাঠামো এবং লোকবলের অভাবে দুর্গতদের কাছে খাবার পেঁৗছতে দেরি হচ্ছে। ফলে ৰোভ দেখা দেয়ায় ত্রাণ কার্যক্রম গতিশীল করতে রাজধানী পোর্ট-অ-প্রিন্স বিমানবন্দরের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে ছেড়ে দিয়েছে হাইতি।হাইতির স্বরাষ্ট্রমন্ত্রী পল আনত্মোনিও বিয়েন-আইমে বলেন, ভূমিকম্পে নিহতের সংখ্যা এক থেকে দুই লাখের মধ্যে থাকবে বলে আমরা মনে করছি। যদিও এর সঠিক সংখ্যাটি হয়ত কখনই জানা সম্ভব হবে না। ৫০ হাজার লাশ ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। এর মধ্যে ৪০ হাজার লাশকে গণকবর দেয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভূমিকম্পে পোর্ট-অ-প্রিন্সের তিন-চতুর্থাংশ এলাকা ধ্বংসত্মূপে পরিণত হয়েছে, যা নতুন করে গড়ে তুলতে হবে।
No comments