কেএফসিতে ‘কারি ক্রানচ’ by রাকিব মোজাহিদ
দেশি মসলার স্বাদে কেএফসি এবার নিয়ে এল নতুন খাবার ‘কারি ক্রানচ’। বিভিন্ন দেশে কেএফসি সেই দেশের স্বাদে খাবার পরিবেশন করে থাকে। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশে এল কারি ক্রানচ। ফ্রায়েড চিকেনের আদলে তৈরি খাবারটিতে ব্যবহার করা হয়েছে দেশীয় মসলা।
নতুন বছরের প্রথম দিনে কেএফসি যুক্ত করল নতুন একটি খাবার। এটি ঢাকাসহ দেশের কেএফসির সব শাখায় পাওয়া যাবে।
নতুন খাবারের এই আয়োজন নিয়ে ট্রান্সকম ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আক্কু চৌধুরী বলেন, ‘আমার কাছে মনে হয়, আমার দেশের খাবার ও সংস্কৃতি বিশ্বসেরা। তাই সব সময় আমাদের চেষ্টা ছিল দেশীয় সংস্কৃতি তুলে ধরার। এবার কেএফসি খাবারে দেশীয় স্বাদ আনার চেষ্টা করেছে। এর প্রথম ধাপেই যুক্ত হলো কারি ক্রানচ।’
নতুন খাবারের এই আয়োজন নিয়ে ট্রান্সকম ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আক্কু চৌধুরী বলেন, ‘আমার কাছে মনে হয়, আমার দেশের খাবার ও সংস্কৃতি বিশ্বসেরা। তাই সব সময় আমাদের চেষ্টা ছিল দেশীয় সংস্কৃতি তুলে ধরার। এবার কেএফসি খাবারে দেশীয় স্বাদ আনার চেষ্টা করেছে। এর প্রথম ধাপেই যুক্ত হলো কারি ক্রানচ।’
No comments