শের-শের-এ-তানিম by জি এম তানিম
আসবে তুমি অতর্কিতে মিষ্টি পায়,
জানলা পাশে পরগাছা মন বৃষ্টি পায়।
জানলা পাশে পরগাছা মন বৃষ্টি পায়।
তোমার কথায় ভরসা হলো,
আমার আকাশ ফরসা হলো,
ভুলের ঝোঁকে
এই দুচোখে
আবার না হয় বর্ষা হলো।
ফুল ফুটলেই হয়না ফাগুন, বয় না হাওয়া বাসন্তী
বাগানজুড়ে আগাছা খুব, মনের মাঝে অশান্তি।
আমার চোখে তোর ওই চোখের দৃষ্টিপাত
মাঝ দুপুরে ঠা ঠা রোদেও বৃষ্টিপাত
চাতক মনের প্রতীক্ষা তাই অহর্নিশ
অবাধ অলস সময় থেকে একটু দিস।
তোমার কথায় ভরসা হলো,
আমার আকাশ ফরসা হলো,
ভুলের ঝোঁকে
এই দুচোখে
আবার না হয় বর্ষা হলো।
ফুল ফুটলেই হয়না ফাগুন, বয় না হাওয়া বাসন্তী
বাগানজুড়ে আগাছা খুব, মনের মাঝে অশান্তি।
আমার চোখে তোর ওই চোখের দৃষ্টিপাত
মাঝ দুপুরে ঠা ঠা রোদেও বৃষ্টিপাত
চাতক মনের প্রতীক্ষা তাই অহর্নিশ
অবাধ অলস সময় থেকে একটু দিস।
No comments