সংবাদ সম্মেলনে স্ত্রী তাহসিনা রুশদীর লুনা-রাজনৈতিক কারণে ইলিয়াস আলীকে গুম করা হয়েছে

বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, রাজনৈতিক কারণেই তাঁর স্বামীকে গুম করা হয়েছে। ইলিয়াস আলী রাজনীতি করেন। তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ আছে। তবে যারাই অপহরণ বা গুম করুক না কেন, সরকারের তা জানা উচিত এবং ইলিয়াসকে উদ্ধার করা উচিত।


গতকাল বুধবার রাজধানীর বনানীতে নিজ বাসভবন 'সিলেট হাউসে' আয়োজিত সংবাদ সম্মেলনে তাহসিনা রুশদীর লুনা এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের এক সপ্তাহ পরও স্বামীর সন্ধান না পাওয়া এবং উদ্ধারে অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন লুনা। তবে 'প্রধানমন্ত্রী কিছু করবেন' বলে আবারও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
লুনা বলেন, 'ইলিয়াস আলী যেহেতু রাজনীতি করেন, তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ আছে। অবশ্যই তিনি রাজনৈতিক কারণে নিখোঁজ হয়েছেন। কারণ, তাঁর সঙ্গে ব্যক্তিগত বা ব্যবসায়িক কারণে কারো দ্বন্দ্ব্ব আছে- এটা আমার জানা নেই। তবে আমার স্বামীকে যারাই নিয়ে যাক, সরকারের তা জানা থাকতে হবে।'
ইলিয়াসের স্ত্রী বলেন, 'আমি সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি, মানবতা রাজনীতির উর্ধ্বে- এটি বিবেচনায় রেখে ইলিয়াস আলীকে খুঁজে বের করুন।' প্রধানমন্ত্রীর আশ্বাসের কথা উল্লেখ করে তিনি বলেন, 'এক সপ্তাহ হয়ে গেছে, প্রধানমন্ত্রীর সেই আশ্বাস নিয়েই আছি। কিন্তু কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। এখন আশাহত হয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী আমাকে বোন ডেকেছেন। তাঁর ওপর আমার পুরোপুরি আস্থা আছে।'
লুনা আবেগাপ্লুত হয়ে বলেন, 'সর্বোচ্চ পর্যায় থেকে আশ্বাস দেওয়ার পর আমি আশ্বস্ত হয়েছিলাম। প্রধানমন্ত্রী যেহেতু তাঁকে খুঁজে বের করার আশ্বাস দিয়েছেন, সেহেতু আমি আশায় আছি, তিনি ফিরে আসবেন।'
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক তাহসিনা রুশদীর বলেন, 'আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য এখন আর আমাদের সঙ্গে যোগাযোগ করেন না। কী অদৃশ্য কারণে সরকার পক্ষকে নিশ্চুপ থাকতে হচ্ছে জানি না। এর পরও সরকার একটি ভালো খবর দেবে বলে আশা করছি।'
তদন্ত প্রক্রিয়া সম্পর্কে লুনা বলেন, 'ঘটনার দিন রূপসী বাংলা হোটেল থেকে মহাখালী গিয়ে নিখোঁজ হন ইলিয়াস। এর মধ্যে বিভিন্ন পয়েন্টে পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে। সেই দিনের ভিডিও ফুটেজ ভালোভাবে পরীক্ষা করা প্রয়োজন।' তবে ইলিয়াস আলী সেই রাতে রূপসী বাংলা হোটেলে যাবেন- এ কথা জানতেন না বলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দাবি করেন লুনা।
বিএনপির হরতাল প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে লুনা বলেন, এটি দলের 'রাজনৈতিক' সিদ্ধান্ত।
প্রধানমন্ত্রীর সঙ্গে আবার সাক্ষাৎ করবেন কি না- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে লুনা বলেন, 'প্রধানমন্ত্রী অনেক ব্যস্ত। প্রথমবার যখন দেখা করেছি, তিনি আমাকে অনেক সমাদর করেছেন, বোন বলেছেন। আশা করি, তিনি এটি মনে রাখবেন।'
বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ইলিয়াস আলীর গুমের ঘটনা ঘটেছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'দ্বন্দ্ব থাকবেই। গোয়েন্দারা যদি মনে করেন, তাহলে তাঁকে খুঁজে বের করুক। তাদের অনেক গোয়েন্দা আছে, ক্ষমতা আছে।'
নিজ দলের বিরোধ নাকি সরকারি দলের বিরোধে ইলিয়াস আলী নিখোঁজ হয়েছেন- এ প্রশ্ন করা হলে লুনা এড়িয়ে গিয়ে বলেন, 'রাজনৈতিক কারণেই তিনি নিখোঁজ হয়েছেন। যেই করুক, তাঁকে খুঁজে বের করুন।'
গত ১৭ এপ্রিল মধ্যরাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে নিখোঁজ হন বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী। ওই এলাকা থেকেই তাঁর গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এরপর পুলিশ ও র‌্যাব পুবাইল, ঢাকা, চাঁদপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালালেও সন্ধান মেলেনি ইলিয়াসের। ইলিয়াসকে গুম করা হয়েছে- এমন অভিযোগ করে গত মাসে দুই দফায় পাঁচ দিন সারা দেশে হরতাল করে বিএনপি। ওই সময় তাহসিনা রুশদীর লুনা সংবাদ সম্মেলন করে জানান, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। প্রধানমন্ত্রীও ওই অনুরোধে সাড়া দিলে গত ২ মে ছেলেমেয়েদের নিয়ে গণভবনে যান লুনা। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি বলেছিলেন, 'তিনি (শেখ হাসিনা) আমাদের আশ্বস্ত করেছেন। বলেছেন, আমার স্বামীকে উদ্ধারে সব ধরনের চেষ্টা করবেন।'
এক সপ্তাহ পর আবারও সংবাদ সম্মেলনের আয়োজন করেন তাহসিনা রুশদীর লুনা। গতকাল সকাল ১১টার দিকে লুনা সাংবাদিকদের মুখোমুখি হন। সে সময় তাঁর দুই ছেলে অর্ণব ও লাবিব, মেয়ে সাইয়ারা নাওয়াল, ইলিয়াস আলীর ভাই আজকির আলীসহ আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন।
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আবারও দেখা করেছেন ইলিয়াস আলীর স্ত্রী লুনা। গতকাল রাত ৮টার দিকে তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান এবং খালেদা জিয়ার সঙ্গে আধা ঘণ্টার মতো কথা বলেন। এ সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে লুনা উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। ইলিয়াস নিখোঁজের পর এ নিয়ে চতুর্থবারের মতো খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন লুনা।

No comments

Powered by Blogger.