নারীর নিরাপত্তায় ট্রেনে 'বিশেষ সুইচ'
নারীদের নিরাপত্তার জন্য ট্রেনে বিশেষ ব্যবস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। ট্রেনে সংরক্ষিত কামরা রাখার পাশাপাশি প্রতিটি কামরাতেই একটি 'জরুরি সুইস' থাকবে। কোনো নারী বিপদে পড়লে সাহায্যের জন্য ওই সুইচে চাপ দেবেন।
এ ছাড়া ট্রেনের প্রতিটি কামরায় ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) বসানোরও উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।
গত শনিবার ট্রেনের আঞ্চলিক পরামর্শক কমিটির সভায় আগামী ১৫ জানুয়ারির মধ্যে ট্রেনে সিসিটিভি বসানোর ঘোষণা দেন কেন্দ্রীয় রেলের মহাব্যবস্থাপক সুবোধ জেন। বলেন, 'গত তিন মাস ধরে আমরা ট্রেনে সিসিটিভি বসানোর পরিকল্পনা করছি। জানুয়ারিতেই বিভিন্ন ট্রেনে পরীক্ষামূলকভাবে সিসিটিভি বসানোর পরই এ ঘোষণা দিতে চেয়েছিলাম। তবে দিল্লির ঘটনার পরই দেশের মানুষ শঙ্কিত হয়ে পড়ায় আগেই আমরা এ ঘোষণা দিলাম।' তিনি জানান, প্রাথমিক পর্যায়ে প্রতিটি ট্রেনে ৪০টি করে ক্যামেরা বসানো হবে। সিসিটিভির নিয়ন্ত্রণ কক্ষ থাকবে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি রেলস্টেশনে। ওই কক্ষ থেকে যাত্রীদের পাশাপাশি ট্রেনের কর্মীদের ওপরও নজরদারি করা হবে। সূত্র : এনডিটিভি।
গত শনিবার ট্রেনের আঞ্চলিক পরামর্শক কমিটির সভায় আগামী ১৫ জানুয়ারির মধ্যে ট্রেনে সিসিটিভি বসানোর ঘোষণা দেন কেন্দ্রীয় রেলের মহাব্যবস্থাপক সুবোধ জেন। বলেন, 'গত তিন মাস ধরে আমরা ট্রেনে সিসিটিভি বসানোর পরিকল্পনা করছি। জানুয়ারিতেই বিভিন্ন ট্রেনে পরীক্ষামূলকভাবে সিসিটিভি বসানোর পরই এ ঘোষণা দিতে চেয়েছিলাম। তবে দিল্লির ঘটনার পরই দেশের মানুষ শঙ্কিত হয়ে পড়ায় আগেই আমরা এ ঘোষণা দিলাম।' তিনি জানান, প্রাথমিক পর্যায়ে প্রতিটি ট্রেনে ৪০টি করে ক্যামেরা বসানো হবে। সিসিটিভির নিয়ন্ত্রণ কক্ষ থাকবে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি রেলস্টেশনে। ওই কক্ষ থেকে যাত্রীদের পাশাপাশি ট্রেনের কর্মীদের ওপরও নজরদারি করা হবে। সূত্র : এনডিটিভি।
No comments