সম্পদবৈষম্য ঘোচাবেন চীনের নতুন নেতারা-গরিবি দূর করা হবে
চীনের ২০ কোটিরও বেশি গরিব মানুষের ভাগ্যোন্নয়নে অঙ্গীকার করেছে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির (সিপিসি) শীর্ষ নেতৃত্ব। দারিদ্র্যসীমার নিচে থাকা এসব মানুষের গরিবি দূর করতে আগামী বছরগুলোতে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। দেশটিতে ক্রমবর্ধমান সম্পদবৈষম্যের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
সিপিসির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শি চিনপিং ও দ্বিতীয় শীর্ষ নেতা লি কেকিয়াং সম্প্রতি দেশের কয়েকটি গরিব এলাকা ঘুরে দেখেন। তারা বলেন, গরিবি কমাতে সরকার নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে যাচ্ছে। গত তিন দশকে সরকার দারিদ্র্যসীমার নিচে থাকা প্রায় ৫০ কোটি মানুষকে উপরে টেনে তুলেছে বলেও তাঁরা জানান।
হেবেই প্রদেশের মানুষের বার্ষিক মাথাপিছু আয় ৩৯০ ডলার, যেখানে জাতীয়ভাবে বার্ষিক গড় মাথাপিছু আয় তিন হাজার ৪৬১ ডলার। চিনপিংকে উদ্ধৃত করে চায়না ডেইলি জানিয়েছে, '২০ কোটি মানুষের গরিবি দূর করা সরকারে বড় কাজ।' দেশের মধ্য ও পশ্চিমাঞ্চলে এসব মানুষের বাস। সূত্র : পিটিআই।
হেবেই প্রদেশের মানুষের বার্ষিক মাথাপিছু আয় ৩৯০ ডলার, যেখানে জাতীয়ভাবে বার্ষিক গড় মাথাপিছু আয় তিন হাজার ৪৬১ ডলার। চিনপিংকে উদ্ধৃত করে চায়না ডেইলি জানিয়েছে, '২০ কোটি মানুষের গরিবি দূর করা সরকারে বড় কাজ।' দেশের মধ্য ও পশ্চিমাঞ্চলে এসব মানুষের বাস। সূত্র : পিটিআই।
No comments