পুলিশের কাণ্ডজ্ঞানহীনতা-অশালীন মন্তব্যে ক্ষুণ্ন নারীর অধিকার

 নারীর প্রতি অশ্রদ্ধা দেখানো, নারীর অধিকার সম্পর্কে উপলব্ধির অভাব ও তাদের পুরুষের সমমর্যাদা দান_ এখনও আমাদের সমাজে একটি দূরবর্তী বিষয়। তাই রাষ্ট্র এবং বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক সংস্থা ও সুশীল সমাজকে নিরন্তর নারীর অধিকার সংরক্ষণ ও সম্প্রসারণে প্রচেষ্টা জারি রাখতে হয়;
কিন্তু নারীর প্রতি অমর্যাদা প্রকাশকারী মন্তব্য প্রকাশে যখন আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর কোনো কোনো সদস্যকে সামনের কাতারে দেখা যায়, তখন বিচলিত না হয়ে পারা যায় না। বিশেষত পুলিশের কাছে শ্লীলতাহানি প্রচেষ্টার অভিযোগের পরও যখন ফরিয়াদিকে নষ্টা অপবাদ দিয়ে ন্যায়বিচার প্রাপ্তিকে রুদ্ধ করার প্রচেষ্টা চালাতে দেখা যায়, তখন এটাকে সামাজিক ব্যাধির রাষ্ট্রীয়-প্রশাসনিক পর্যায়ে বিকৃত প্রকাশ ছাড়া আর কিই-বা বলা যায়। গতকাল শনিবার সমকালের ১৫ পৃষ্ঠায় 'এরই নাম শিষ্টের পালন' শিরোনামে প্রকাশিত রিপোর্টে নারীর প্রতি মন্তব্যে আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের দায়িত্বজ্ঞানহীনতা ও এক ধরনের বিকৃত মানসিকতা প্রকাশ পেয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধির পাঠানো রিপোর্টটিতে দেখা যায়, বন্দরনগরীর এক ভাড়াটিয়ার বাসায় ঢুকে শাশুড়ির সামনে দুই গৃহবধূকে ধর্ষণ করার চেষ্টার দায়ে নারায়ণগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়েরের পর পুলিশ বাহিনীর করিতকর্মা কর্মকর্তাদের কারসাজিতে অভিযোগকারীর কন্যাকে নষ্টা অপবাদ দিয়ে মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার এক নির্লজ্জ প্রচেষ্টা চালাতে। কিন্তু পুলিশ কর্মকর্তা কী করে ভুলে গেলেন, কোনো রূপজীবীও যদি তার ওপর জুলুম হয়েছে দাবি করে অধিকার ক্ষুণ্নের অভিযোগ আনেন কোনো নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে, তাহলে পুলিশকে অভিযোগটি আমলে নিয়ে তার যথাযথ তদন্ত করতে হয় এবং এরপর দোষীর যাতে শাস্তি হয়, তা নিশ্চিত করতে হয়। আর নারায়ণগঞ্জে যে ঘটনাটি ঘটেছে, তা একটি পরিবারের সম্ভ্রম রাতের আঁধারে ধুলোয় মিশিয়ে দেওয়ার হীন প্রচেষ্টার শামিল। ধর্ষকাম মানসিকতার ব্যক্তিরা যদি সফল হয়ে যেত তাহলে ওই পরিবারটির অবস্থা কী হতো? অথচ পুলিশ এখানে অপরাধীদের আড়াল করার জন্য অভিযোগকারী পরিবারটি সম্পর্কে নোংরা মন্তব্য করে অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করেছে। এটা অবশ্যই নিন্দনীয় এবং শাস্তিযোগ্য অপরাধ। নারীর ওপর যে কোনো ধরনের নির্যাতনের ব্যাপারে আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের আরও সজাগ-সতর্ক হওয়া উচিত। নারীর অধিকার, মানবাধিকার ও নাগরিক অধিকারের সীমা সম্পর্কে আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা একান্তভাবেই প্রয়োজন। নারায়ণগঞ্জের অভিযোগটির যথাযথ তদন্ত করে কেউ দোষী হয়ে থাকলে তার শাস্তি নিশ্চিত করা সামাজিক সুস্থতার জন্যই প্রয়োজন।
 

No comments

Powered by Blogger.