বিশেষজ্ঞের চেম্বার থেকে- কার্ডিওলজি সমস্যা- পরামর্শ দিয়েছেন: এইচ আই লুৎফর রহমান খান
অধ্যাপক কার্ডিওলজি ও বিভাগীয় প্রধান, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা সমস্যা: আমার প্রায়ই বুকে ব্যথা হয়। এই ব্যথা অনেক দিন যাবৎ মাঝেমধ্যে হয়। এক বছর আগে চিকিৎসক দেখানোর পর অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছিলাম, কিছু ধরা পড়েনি। এ অবস্থায় আপনার পরামর্শ চাই।
মিনার, দিনাজপুর।পরামর্শ: আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। লিখেছেন, আপনার মাঝেমধ্যে বুকে ব্যথা হয়। চিকিৎসা করার পরও ব্যথা ভালো হয়নি। এ জন্য পরামর্শ চেয়েছেন। আপনাকে জানাচ্ছি, বুকে ব্যথার কারণ অনেক। হার্টের রক্তসঞ্চালন বাধাগ্রস্ত হওয়ায় যে ব্যথা হয়, তাকে মায়োকার্ডিয়াল ইসকেমিয়া বলে।
এই রোগে সাধারণত বুকের মাঝখানে চাপ চাপ ব্যথা অনুভূত হয়, সঙ্গে শরীর ঘামতে থাকে। মাঝেমধ্যে শ্বাসকষ্ট হতে পারে। এই ব্যথা আবার বাঁ হাতে সঞ্চালিত হতে পারে।
সাধারণত এই ব্যথা দৌড়ালে বা হাঁটলে অনুভূত হয় এবং বিশ্রাম নিলে কমে যায়। আপনার ব্যথা যদি এ রকম হয়, তাহলে আপনাকে ইসিজি, বুকের এক্স-রে, রক্তের সুগার ও চর্বি এবং ইটিটি পরীক্ষা করতে হবে।
যদি আপনার হার্টে ইসকেমিয়া থাকে, তবে এই পরীক্ষাগুলোর মাধ্যমেই তা শনাক্ত করা যাবে এবং সে অনুযায়ী চিকিৎসা নিতে হবে।
No comments