হিলারির মাথার শিরায় রক্ত জমাট বেঁধেছে
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ডান কানের পেছনে মগজ ও খুলির মধ্যবর্তী শিরায় রক্ত জমাট বেঁধেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তবে তাঁরা আশা করছেন, হিলারি পুরোপুরি সেরে উঠবেন। হিলারির চিকিৎসকদের বরাত দিয়ে গত সোমবার পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
চিকিৎসকেরা বলেছেন, হিলারিকে জমাট রক্ত পাতলা করার ওষুধ সেবন করানোর পরই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। নিউইয়র্কের প্রেসবাইটেরিয়ান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন হিলারি। ওই হাসপাতালের চিকিৎসক লিসা বারডাক ও গিগি ইল-বায়ুমি এক বিবৃতিতে জানান, রক্ত জমাট বাঁধলেও হিলারি স্ট্রোক বা স্নায়বিক কোনো জটিলতায় আক্রান্ত হননি। চিকিৎসক, পরিবারের সদস্য ও কর্মীদের সঙ্গে তিনি স্বতঃস্ফূর্ত আচরণ করছেন।
গত রোববার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় হিলারির দেহে রক্ত জমাট বাঁধার বিষয়টি ধরা পড়ে। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
গত মাসের মাঝামাঝি সময় অসুস্থতার কারণে সংজ্ঞা হারিয়ে পড়ে যান হিলারি। তখন তাঁর মাথায় আঘাত লাগে। ওই আঘাতের কারণে তাঁর রক্ত জমাট বাঁধার জটিলতা সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিবিসি ও রয়টার্স।
গত রোববার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় হিলারির দেহে রক্ত জমাট বাঁধার বিষয়টি ধরা পড়ে। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
গত মাসের মাঝামাঝি সময় অসুস্থতার কারণে সংজ্ঞা হারিয়ে পড়ে যান হিলারি। তখন তাঁর মাথায় আঘাত লাগে। ওই আঘাতের কারণে তাঁর রক্ত জমাট বাঁধার জটিলতা সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিবিসি ও রয়টার্স।
No comments