শহীদ মিনারের পবিত্রতা নষ্ট
মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি জাতির অর্পিত পুস্পার্ঘ্য শেষ বিকেলে পড়ল উচ্ছৃঙ্খলতার কবলে। লাখো মানুষের শ্রদ্ধা নিবেদনের পর কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে উঠে কিছু অচেনা যুবক বেদীতে রাখা ফুল কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেয়।
বেদীতে রাখা ফুল, ফুলের মালা পায়ের নিচে ফেলে উল্ল্যাস প্রকাশ করে। কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে কঠোর নিরাপত্তার মধ্যে শহীদদের প্রতি এমন অসম্মান জানানোর ঘটনায় সত্মম্ভিত হয়ে পড়েন ঘটনাস্থলে উপস্থিত লোকজন। কেউ কেউ তাৎৰণিক প্রতিক্রিয়ায় জানান, মহান শহীদদের জন্য উৎসর্গিত ফুল এমন অপবিত্র যারা করল তারা কারা?
এর আগে রাত ১২টা ১ মিনিট থেকে অত্যনত্ম সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় সর্বসত্মরের লাখো মানুষ। কিন্তু সকল প্রক্রিয়া যখন শেষ ঠিক তখন বিকেল সাড়ে ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদ বেদীতে ফুল নিয়ে চলে অনাকাঙ্ৰিত এই ঘটনা। তবে এই যুবকদের পরিচয় জানা যায়নি। প্রত্যৰদর্শীরা জানিয়েছেন, বিকেলে হঠাৎ করেই শহীদ মিনারের বেদীতে দৌড়ে উঠে আসে বেশ কয়েক যুবক। এরপর রীতিমতো ফুল কেড়ে নিতে তারা হুমড়ি খেয়ে পড়ে শহীদ বেদীতে রাখা পুষ্পার্ঘ্যের ওপর। ঘটনার আকস্মিকতায় উপস্থিত সাধারণ মানুষ সত্মম্ভিত হয়ে পড়লেও কেউ কিছু বুঝে উঠতে পারছিলেন না তাঁরা। অন্যদিকে শহীদ মিনারকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতির মধ্যে এই কর্মকা- চলায় ৰোভ প্রকাশ করেছেন ঘটনাস্থলে উপস্থিত অনেকেই। ইতোপূর্বে আরও একবার এমনই ঘটনা ঘটেছিল। আওয়ামী লীগ তখনও ৰমতায়। একদল লোক শেষ বিকেলের দিকে একইভাবে শহীদ মিনারে উঠে ফুল ছিঁড়ে পদদলিত করে ছড়িয়ে ছিটিয়ে রীতিমতো তাচ্ছিল্যভরে শহীদ মিনারের পবিত্রতা নষ্ট করে। তখন এ কথা বলা হয়েছিল প্রতিহিংসার রাজনীতির বহির্প্রকাশই এ ঘটনা।
এর আগে রাত ১২টা ১ মিনিট থেকে অত্যনত্ম সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় সর্বসত্মরের লাখো মানুষ। কিন্তু সকল প্রক্রিয়া যখন শেষ ঠিক তখন বিকেল সাড়ে ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদ বেদীতে ফুল নিয়ে চলে অনাকাঙ্ৰিত এই ঘটনা। তবে এই যুবকদের পরিচয় জানা যায়নি। প্রত্যৰদর্শীরা জানিয়েছেন, বিকেলে হঠাৎ করেই শহীদ মিনারের বেদীতে দৌড়ে উঠে আসে বেশ কয়েক যুবক। এরপর রীতিমতো ফুল কেড়ে নিতে তারা হুমড়ি খেয়ে পড়ে শহীদ বেদীতে রাখা পুষ্পার্ঘ্যের ওপর। ঘটনার আকস্মিকতায় উপস্থিত সাধারণ মানুষ সত্মম্ভিত হয়ে পড়লেও কেউ কিছু বুঝে উঠতে পারছিলেন না তাঁরা। অন্যদিকে শহীদ মিনারকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতির মধ্যে এই কর্মকা- চলায় ৰোভ প্রকাশ করেছেন ঘটনাস্থলে উপস্থিত অনেকেই। ইতোপূর্বে আরও একবার এমনই ঘটনা ঘটেছিল। আওয়ামী লীগ তখনও ৰমতায়। একদল লোক শেষ বিকেলের দিকে একইভাবে শহীদ মিনারে উঠে ফুল ছিঁড়ে পদদলিত করে ছড়িয়ে ছিটিয়ে রীতিমতো তাচ্ছিল্যভরে শহীদ মিনারের পবিত্রতা নষ্ট করে। তখন এ কথা বলা হয়েছিল প্রতিহিংসার রাজনীতির বহির্প্রকাশই এ ঘটনা।
No comments