বৃটেনেও সমকামী বিয়ে বৈধ হতে চলেছে!
বৃটিশ সরকার গতকাল সমকামী বিয়ে বৈধ করতে
প্রস্তাবিত আইনের একটি খসড়া প্রকাশ করেছে। পার্লামেন্টে আগামী মাসে আইন
প্রণেতা বা পার্লামেন্ট সদস্যরা প্রস্তাবটি উত্থাপন করবেন।
সমলিঙ্গের
দম্পতিদের বিয়ে বৈধ করতে প্রকাশিত এ খসড়া আইনটির নাম দেয়া হয়েছে ‘দ্য
ম্যারেজ বিল’। তবে ইংল্যান্ডে প্রচলিত আইনে গির্জার যাজকরা বিয়ের
অনুষ্ঠানের মূল ভূমিকায় থাকলেও, প্রস্তাবিত আইনে তাদের অন্তর্ভুক্ত করা
হয়নি। কারণ ইংল্যান্ডের ধর্মীয় নেতারা সমকামী বিয়ের বিপক্ষে। তারা এ ধরনের
পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই।
সমঅধিকার বিষয়ক মন্ত্রী মারিয়া মিলার বিবিসি রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে
সমকামী বিয়ের পক্ষে তার অবস্থান ব্যক্ত করেন। ধারণা করা হচ্ছে, প্রস্তাবিত এ
বিলটি আইনে রূপ নিতে পারে। কারণ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, তার
মন্ত্রীসভার বহু সদস্য, লিবারেল ডেমোক্র্যাট ও লেবার পার্টির আইনপ্রণেতারা
সমকামী বিয়ের পক্ষে তাদের সমর্থনের কথা জানিয়েছেন।
No comments