ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচন- নেতানিয়াহুর সঙ্গে জোট করবে না লাপিড
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নতুন সরকার গঠন করতে না পারে সেজন্য কারও সঙ্গে জোট গঠন করবেন না ইয়ার লাপিড।
তার নতুন দল ইয়েস আতিদ মঙ্লবারের পার্লামেন্ট নির্বাচনে ১৯টি আসন পেয়ে দ্বিতীয় হয়েছে।
ইয়েস
আতিদের সঙ্গে জোট গঠনে নেতানিয়াহুর প্রস্তাবের পরেই এ মন্তব্য করলেন
লাপিড। গত বছর লাপিড ধর্মনিরপেক্ষ মধ্যপন্থি ইয়েস আতিদ দল গঠন করেন।
১২০ সদস্য বিশিষ্ট পার্লামেন্ট নেসেটে গত নির্বাচনের চেয়ে এক তৃতীয়াংশ আসন হারিয়েছে নেতানিয়াহুর লিকুদ-বেইতেনু জোট। ৩১ আসনে জয়ে পেয়ে এগিয়ে রয়েছে এ জোট।
বুধবার নেতানিয়াহু জানান, ‘বড় জোট’ গঠন করার চেষ্টা চালাবেন তিনি।
তিনি বলেন, “ইসরায়েলের জনগণ চায় দেশকে আমি নেতৃত্ব দেই।”
ডানপন্থি ও মধ্য-বামপন্থি ব্লক প্রত্যেকে ৬০টি করে আসন পেয়েছে যা ইসরায়েলের পার্লামেন্টের নির্বাচনের ইতিহাসে বিরল।
সাবেক টেলিভিশন উপস্থাপক ইয়ায়ির লাপিডের সঙ্গে নেতানিয়াহুর সঙ্গে ঐকমত্য হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। পররাষ্ট্রনীতি ও অভ্যন্তরীণ অনেক ইস্যুতে তাদের মতভেদ রয়েছে।
ইরানকে পারমাণবিক সক্ষমতা অর্জন থেকে বিরত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ নেতানিয়াহু । বিভিন্ন সময় ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে ইসরায়েল এককভাবে ইরানের ওপর হামলা চালাবে। কিন্তু আতিদের বক্তব্য, ইরানকে থামানো ইসরায়েলের কাজ নয়, এ কাজ আন্তর্জাতিক সম্প্রদায়ের। ফিলিস্তিনের সঙ্গে শান্তি প্রক্রিয়া পুনরায় উজ্জ্বীবিত করার পক্ষে আতিদ।
১২০ সদস্য বিশিষ্ট পার্লামেন্ট নেসেটে গত নির্বাচনের চেয়ে এক তৃতীয়াংশ আসন হারিয়েছে নেতানিয়াহুর লিকুদ-বেইতেনু জোট। ৩১ আসনে জয়ে পেয়ে এগিয়ে রয়েছে এ জোট।
বুধবার নেতানিয়াহু জানান, ‘বড় জোট’ গঠন করার চেষ্টা চালাবেন তিনি।
তিনি বলেন, “ইসরায়েলের জনগণ চায় দেশকে আমি নেতৃত্ব দেই।”
ডানপন্থি ও মধ্য-বামপন্থি ব্লক প্রত্যেকে ৬০টি করে আসন পেয়েছে যা ইসরায়েলের পার্লামেন্টের নির্বাচনের ইতিহাসে বিরল।
সাবেক টেলিভিশন উপস্থাপক ইয়ায়ির লাপিডের সঙ্গে নেতানিয়াহুর সঙ্গে ঐকমত্য হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। পররাষ্ট্রনীতি ও অভ্যন্তরীণ অনেক ইস্যুতে তাদের মতভেদ রয়েছে।
ইরানকে পারমাণবিক সক্ষমতা অর্জন থেকে বিরত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ নেতানিয়াহু । বিভিন্ন সময় ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে ইসরায়েল এককভাবে ইরানের ওপর হামলা চালাবে। কিন্তু আতিদের বক্তব্য, ইরানকে থামানো ইসরায়েলের কাজ নয়, এ কাজ আন্তর্জাতিক সম্প্রদায়ের। ফিলিস্তিনের সঙ্গে শান্তি প্রক্রিয়া পুনরায় উজ্জ্বীবিত করার পক্ষে আতিদ।
No comments