অতীত কৃতকর্মের জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত ॥ by হামিদ মীর
পাকিস্তানের খ্যাতনামা সাংবাদিক হামিদ মীর বলেছেন, বাংলাদেশে সংগঠিত অতীত কৃতকর্মের জন্য পাকিস্তানের লজ্জিত ও ৰমা চাওয়া উচিত। অমর একুশে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামাবাদে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি এই মনত্মব্য করেন। খবর বাসসর।
আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পাকিস্তানের বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ইজাজ গুল, স্থানীয় একটি বেসরকারী স্কুলের শাখা প্রধান জারা হায়দার এবং পাকিসত্মানে বসবাসরত বাংলাদেশী নাগরিক এএনএস ওবায়দুলস্নাহ।দূতাবাসে বাংলাদেশের পতাকা উত্তলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পাতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত
রাষ্ট্রদূত এম মাহফুজুর রহমান। অনুষ্ঠানে বাংলাদেশী শিশুরা দেশাত্ববোধক গান পরিবেশন করেন। এ ছাড়া অনুষ্ঠানে ভাষা আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এর পর ভাষা দিবস উপলৰে দূতাবাস আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী, বাংলাদেশী নাগরিক ছাড়াও পাকিসত্মানের সাংবাদিক, ব্যবসায়ী, শিৰাবিদ এবং ইসলামাবাদের রম্নটস স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেয়।
No comments