আগামী বছর বিয়ের পিড়িতে কোয়েল মল্লিক
অবশেষে দীর্ঘ পাঁচ বছরের প্রেমের অবসান ঘটতে চলছে। টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিকের বিয়ে আগামী ১ ফেব্রুয়ারি। তার হবু বর নিসপাল সিং পেশায় চিত্র প্রযোজক।
এ প্রসঙ্গে কোয়েল জানান, পারিবারিক সম্মতিতেই তার বিয়ের তারিখ চূড়ান্ত হয়েছে। বিয়ের পর তিনি সংসারেই পুরোপুরি মনোযোগী হবেন বলে জানিয়েছেন।
কোয়েল আরো জানান, তার বাবার [রঞ্জিত মল্লিক] ইচ্ছাতেই তিনি অভিনয়ে এসেছেন।
ইতোমধ্যে বেশকিছু ছবিতে অভিনয় করে দর্শকের প্রশংসাও কুড়িয়েছেন। তবে এখন তার অভিনয়ে খুব একটা আগ্রহ নেই। এদিকে শুক্রবার তার অভিনীত পাগলু-২ ছবিটি মুক্তি পেয়েছে।
এতে তার বিপরীতে রয়েছেন টালিউড সুপারস্টার দেব। কোয়েল এ ছবিটি নিয়েও দারুণ আশাবাদী। ‘পাগলু-২’ দেব-কোয়েল জুটির পাঁচ নাম্বার ছবি।
প্রেম-ভালোবাসার দ্বন্দ্ব নিয়ে ছবির গল্পটি আবর্তিত হয়েছে। ছবিটি গত দুদিনেই দর্শকদের মনে বেশ সাড়া তুলেছে।
উল্লেখ্য, কোয়েল গত পাঁচ বছর ধরে প্রযোজক নিসপাল সিংয়ের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন।
মুক্তিপ্রাপ্ত ‘পাগলু-২’ ছবিটি তিনিই পরিচালনা করছেন।
কোয়েল আরো জানান, তার বাবার [রঞ্জিত মল্লিক] ইচ্ছাতেই তিনি অভিনয়ে এসেছেন।
ইতোমধ্যে বেশকিছু ছবিতে অভিনয় করে দর্শকের প্রশংসাও কুড়িয়েছেন। তবে এখন তার অভিনয়ে খুব একটা আগ্রহ নেই। এদিকে শুক্রবার তার অভিনীত পাগলু-২ ছবিটি মুক্তি পেয়েছে।
এতে তার বিপরীতে রয়েছেন টালিউড সুপারস্টার দেব। কোয়েল এ ছবিটি নিয়েও দারুণ আশাবাদী। ‘পাগলু-২’ দেব-কোয়েল জুটির পাঁচ নাম্বার ছবি।
প্রেম-ভালোবাসার দ্বন্দ্ব নিয়ে ছবির গল্পটি আবর্তিত হয়েছে। ছবিটি গত দুদিনেই দর্শকদের মনে বেশ সাড়া তুলেছে।
উল্লেখ্য, কোয়েল গত পাঁচ বছর ধরে প্রযোজক নিসপাল সিংয়ের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন।
মুক্তিপ্রাপ্ত ‘পাগলু-২’ ছবিটি তিনিই পরিচালনা করছেন।
No comments