ওসামা হত্যা নিয়ে বই- লেখকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি
আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের হত্যাকাণ্ড নিয়ে প্রকাশিতব্য বই নো ইজি ডে র লেখকের বিরুদ্ধে বৃহস্পতিবার আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।
গত বছর মে মাসে ওসামাকে হত্যায় মার্কিন কমান্ডো বাহিনী পরিচালিত অভিযানে অংশগ্রহণকারী একজন সেনাসদস্য অভিযানে তাঁর ভূমিকা নিয়ে বইটি লেখেন। লেখক অবশ্য তাঁর আসল নাম প্রকাশ করেননি।
পাকিস্তানের অ্যাবোটাবাদে চালানো ওই অভিযানের ওপর প্রথমবারের মতো লেখা এই বইটি প্রকাশ হওয়ার মাত্র কয়েক দিন আগে পেন্টাগন এই হুমকি দিল। পেন্টাগনের শীর্ষ কৌঁসুলি জেহ জনসন বলেন, চলতি বছর সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার আগে গোপন তথ্য ফাঁস না করার ব্যাপারে সম্পাদিত একটি কড়াকড়ি চুক্তি মেনে চলার প্রতিশ্রুতি লঙ্ঘন করেছেন ওই লেখক।
মার্ক ওয়েন ছদ্মনামধারী ওই লেখকের কাছে পাঠানো এক চিঠিতে জনসন বলেন, ‘প্রতিরক্ষা দপ্তরের বিবেচনায় আপনি গোপন তথ্য ফাঁস না করা সংক্রান্ত আপনার স্বাক্ষরিত চুক্তি লঙ্ঘন করেছেন। তাই পেন্টাগন এ ব্যাপারে সব ধরনের আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয় বিবেচনা করছে।’
বইটি আগামী সপ্তাহে প্রকাশিত হওয়ার কথা। কিন্তু এর আগেই বইটি নিয়ে তুমুল হইচই ও বিতর্ক তৈরি হয়েছে। এএফপি।
পাকিস্তানের অ্যাবোটাবাদে চালানো ওই অভিযানের ওপর প্রথমবারের মতো লেখা এই বইটি প্রকাশ হওয়ার মাত্র কয়েক দিন আগে পেন্টাগন এই হুমকি দিল। পেন্টাগনের শীর্ষ কৌঁসুলি জেহ জনসন বলেন, চলতি বছর সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার আগে গোপন তথ্য ফাঁস না করার ব্যাপারে সম্পাদিত একটি কড়াকড়ি চুক্তি মেনে চলার প্রতিশ্রুতি লঙ্ঘন করেছেন ওই লেখক।
মার্ক ওয়েন ছদ্মনামধারী ওই লেখকের কাছে পাঠানো এক চিঠিতে জনসন বলেন, ‘প্রতিরক্ষা দপ্তরের বিবেচনায় আপনি গোপন তথ্য ফাঁস না করা সংক্রান্ত আপনার স্বাক্ষরিত চুক্তি লঙ্ঘন করেছেন। তাই পেন্টাগন এ ব্যাপারে সব ধরনের আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয় বিবেচনা করছে।’
বইটি আগামী সপ্তাহে প্রকাশিত হওয়ার কথা। কিন্তু এর আগেই বইটি নিয়ে তুমুল হইচই ও বিতর্ক তৈরি হয়েছে। এএফপি।
No comments