মমকে কোথাও তাকে পাওয়া যাচ্ছে না!
ঘর ছেড়েছেন লাক্সতারকা জাকিয়া বারী মম। তিনি স্বামীর ব্যবহারে ত্যক্ত-বিরক্ত হয়ে বাড়ি ছেড়েছেন। তার স্বামী তাকে ফিরিয়ে আনার জন্য হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন। কিন্তু কোথাও তাকে পাওয়া যাচ্ছে না।
শেষ পর্যন্ত মমকে খুঁজে না পেয়ে তার স্বামীই আত্মহত্যা করলেন।
তবে বাস্তবে নয় নাটকে।
রাশেদ শাওনের রচনা ও রাশেদ রাহারের পরিচালনায় ‘এপাশে বন্ধ জানালা’ শিরোনামের একটি খণ্ড নাটকে মম এমনই একটি চরিত্রে অভিনয় করেছেন।
এ নাটকে মম’র বিপরীতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার।
নাটকটি প্রসঙ্গে মম জানান, নাটকে তিনি বাঙালি সংস্কৃতিমনা একজন স্ত্রী। অন্যদিকে ওয়েস্টার্ন কালচারপ্রিয় তার স্বামী।
মূলত স্বামী-স্ত্রীর মধ্যে সংস্কৃতি বিরোধ এ নাটকে তুলে ধরা হয়েছে। এদিকে নাট্যকার শাওন জানান, বিশ্বায়নের এ যুগে আর্থসামাজিক অবকাঠামোতে যে পরিবর্তন এসেছে, তা আমাদের পারিবারিক বন্ধনগুলোতেও প্রভাব ফেলছে।
সেকারণে প্রতিনিয়ত বিচিত্র সমস্যা তৈরি হচ্ছে। নাটকে এ বিষয়গুলোই তুলে ধরা হয়েছে।
নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মডেল ও অভিনেত্রী ইশানা।
এপাশে বন্ধ জানালা খণ্ড নাটকটি রোববার রাতে এনটিভিতে প্রচার হবে।
তবে বাস্তবে নয় নাটকে।
রাশেদ শাওনের রচনা ও রাশেদ রাহারের পরিচালনায় ‘এপাশে বন্ধ জানালা’ শিরোনামের একটি খণ্ড নাটকে মম এমনই একটি চরিত্রে অভিনয় করেছেন।
এ নাটকে মম’র বিপরীতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার।
নাটকটি প্রসঙ্গে মম জানান, নাটকে তিনি বাঙালি সংস্কৃতিমনা একজন স্ত্রী। অন্যদিকে ওয়েস্টার্ন কালচারপ্রিয় তার স্বামী।
মূলত স্বামী-স্ত্রীর মধ্যে সংস্কৃতি বিরোধ এ নাটকে তুলে ধরা হয়েছে। এদিকে নাট্যকার শাওন জানান, বিশ্বায়নের এ যুগে আর্থসামাজিক অবকাঠামোতে যে পরিবর্তন এসেছে, তা আমাদের পারিবারিক বন্ধনগুলোতেও প্রভাব ফেলছে।
সেকারণে প্রতিনিয়ত বিচিত্র সমস্যা তৈরি হচ্ছে। নাটকে এ বিষয়গুলোই তুলে ধরা হয়েছে।
নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মডেল ও অভিনেত্রী ইশানা।
এপাশে বন্ধ জানালা খণ্ড নাটকটি রোববার রাতে এনটিভিতে প্রচার হবে।
No comments