মতিঝিলে পুলিশের ওপর শিবিরের বোমা হামলা
রাজধানীর মতিঝিলে পুলিশ ও ইসলামী ছাত্রশিবির কর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। ধাওয়া পাল্টাধাওয়াকালে পুলিশের ও পাবলিক যানবাহনে ভাংচুর করে শিবির নেতাকর্মীরা। পুলিশ শিবির নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করলে তারা পুলিশের ওপর পরপর বেশ কয়েকটি বোমা চার্জ করে।
পুলিশ ঘটনার সময় ৮ শিবির কর্মীকে আটক করেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শিবিরের নেতাকর্মীরা রাজধানীর ফকিরাপুল ও আরামবাগ মোড়ে জড়ো হয়ে রাষ্ট্র ও সরকারবিরোধী উস্কানিমূলক সেøাগান দিতে থাকে। এতে বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে শিবির নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পুলিশ তাদের ধাওয়া করে। পুলিশের ধাওয়ার মুখে শিবির নেতাকর্মীরা বিভিন্ন গলিতে অবস্থান নিয়ে পুলিশের ওপর চোরাগোপ্তা হামলা চালাতে থাকে। বেশকিছু নেতাকর্মী পুলিশের গাড়িসহ পাবলিক যানবাহন ভাংচুরের চেষ্টা করে। এ সময় পুলিশ এ্যাকশনে যায়।
পুলিশ লাঠিচার্জ শুরু করলে শিবির কর্মীরা বোমা চার্জ করতে থাকে। পরপর বেশ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায় শিবির নেতাকর্মীরা। বোমার বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তেই বন্ধ হয়ে যায় দোকানপাট। মানুষজন দৌড়ে নিরাপদ জায়গায় চলে যান। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হায়াতউজ্জামান জানান, এ সময় পুলিশ বিভিন্ন গলিতে অভিযান চালিয়ে ৮ শিবির নেতাকর্মীকে গ্রেফতার করে।
ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবু তালেব মোঃ ইয়াহিয়া সাংবাদিকদের জানান, রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে ছাত্রশিবির নেতাকর্মীরা সকালে একটি শোভাযাত্রা বের করে। এতে পুলিশ মিছিলকারীদের ওপর হামলা চালায়। পরে পুলিশ তাদের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করে। শিবির নেতাকর্মীরা কোন হামলা, পুলিশ বা পাবলিক কোন যানবাহনে ভাংচুর বা কোন বোমার বিস্ফোরণ ঘটায়নি।
No comments