মঞ্চেও দারুণ ব্যস্ত পড়শী
চ্যানেল আইয়ের ক্ষুদে গানরাজ খ্যাত তারকা পড়শীর ব্যস্ততা যেন ক্রমে বেড়েই চলছে। প্লে-ব্যাকের পাশাপাশি বর্তমানে তিনি মঞ্চেও দারুণ ব্যস্ত হয়ে উঠেছেন। মঞ্চে পারফর্মের উদ্দেশে কখনো কক্সবাজার, কখনো রাজশাহী আবার কখনো দেশের বাইরেও ছুটে যাচ্ছেন।
তবু ক্লান্তিহীন পড়শী। নিজের কণ্ঠধ্বনি শ্রোতাদের মধ্যে ছড়িয়ে দিতে তিনি বিরামহীন ছুটে চলছেন।
শুক্রবার তার বগুড়া যাওয়ার কথা রয়েছে। সেখানে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বগুড়া জেলা স্কুল মাঠ প্রাঙ্গণে পড়শী তার নিজের পছন্দের পাশাপাশি দর্শক-শ্রোতার অনুরোধেরও গান পরিবেশন করবেন।
প্রথমবার বগুড়া জেলা শহরে গান পরিবেশন প্রসঙ্গে পড়শী বলেন, ‘মঞ্চে গান গাওয়ার তৃপ্তিটা আসলে অন্যরকম। সরাসরি শ্রোতা-দর্শক-ভক্তদের প্রতিক্রিয়াটা পাওয়া যায়। তিনি বলেন, শুক্রবার আমি জমকালো কিছু গান শ্রোতাদের উপহার দিতে পারব।’
দৈনিক করতোয়ার ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সাংবাদিক অভি মঈনুদ্দীন।
বগুড়ায় সঙ্গীত পরিবেশন শেষে শুক্রবারই পড়শীর ঢাকায় ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য, পড়শীর দ্বিতীয় একক ‘পড়শী-টু’ চলতি বছরেই জি-সিরিজের ব্যানারে বাজারে এসেছে। পড়শী প্রথম প্লে-ব্যাক করেন পি এ কাজল পরিচালিত ‘চাচ্চু আমার চাচ্চু ‘ ছবিতে।
সর্বশেষ তার গাওয়া ‘ছায়াছবি’ সিনেমার ‘পথ জানা নেই, এই তুমি আছো পাশে’ গানটি বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে।
শুক্রবার তার বগুড়া যাওয়ার কথা রয়েছে। সেখানে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বগুড়া জেলা স্কুল মাঠ প্রাঙ্গণে পড়শী তার নিজের পছন্দের পাশাপাশি দর্শক-শ্রোতার অনুরোধেরও গান পরিবেশন করবেন।
প্রথমবার বগুড়া জেলা শহরে গান পরিবেশন প্রসঙ্গে পড়শী বলেন, ‘মঞ্চে গান গাওয়ার তৃপ্তিটা আসলে অন্যরকম। সরাসরি শ্রোতা-দর্শক-ভক্তদের প্রতিক্রিয়াটা পাওয়া যায়। তিনি বলেন, শুক্রবার আমি জমকালো কিছু গান শ্রোতাদের উপহার দিতে পারব।’
দৈনিক করতোয়ার ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সাংবাদিক অভি মঈনুদ্দীন।
বগুড়ায় সঙ্গীত পরিবেশন শেষে শুক্রবারই পড়শীর ঢাকায় ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য, পড়শীর দ্বিতীয় একক ‘পড়শী-টু’ চলতি বছরেই জি-সিরিজের ব্যানারে বাজারে এসেছে। পড়শী প্রথম প্লে-ব্যাক করেন পি এ কাজল পরিচালিত ‘চাচ্চু আমার চাচ্চু ‘ ছবিতে।
সর্বশেষ তার গাওয়া ‘ছায়াছবি’ সিনেমার ‘পথ জানা নেই, এই তুমি আছো পাশে’ গানটি বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে।
No comments